উপ ১
১
পুস্তকখানির সারমর্ম
1 উপদেশকের কথা; তিনি দায়ূদের পুত্র, যিরূশালেমস্থ রাজা।
2 উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার।
3 মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? 4 এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে; কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। 5 সূর্যও উঠে, আবার সূর্য অস্ত যায় এবং সত্বর স্বস্থানে যায়, সেখানে গিয়া উঠে। 6 বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আইসে। 7 জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না; জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। 8 সমস্ত বিষয় ক্লান্তিজনক; তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য; দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। 9 যাহা হইয়াছে, তাহাই হইবে; যাহা করা গিয়াছে, তাহাই করা যাইবে; সূর্যের নিচে নূতন কিছুই নাই। 10 এমন কি কিছু আছে, যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখ, ইহা নূতন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল; 11 পূর্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই; এবং ভাবী কালে যাহারা জন্মিবে, তাহাদের বিষয়ও পরবর্তী ভাবী কালের লোকদের স্মরণে থাকিবে না।
প্রজ্ঞার অন্বেষণ
12 আমি উপদেশক, যিরূশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13 আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম; ঈশ্বর মনুষ্য-সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন। 14 সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়াছি; দেখ, সেই সকলই অসার ও বায়ু ভক্ষণ মাত্র। #১:১৪ (বা) বায়ুর অনুধাবন মাত্র। এইরূপ অন্য স্থলেও।
15 যাহা বক্র, তাহা সোজা করা যায় না; এবং যাহা নাই, তাহা গণনা করা যায় না। 16 আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম, কহিলাম, দেখ, আমার পূর্বে যিরূশালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন, সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞাবিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে। 17 আমি প্রজ্ঞা জানিতে এবং ক্ষিপ্ততা #১:১৭ (বা) উম্মত্ততা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম, আমি জানিলাম যে, তাহাও বায়ুভক্ষণ মাত্র। 18 কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যথার বৃদ্ধি করে।
ទើបបានជ្រើសរើសហើយ៖
উপ ১: বিবিএস
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
উপ ১
১
পুস্তকখানির সারমর্ম
1 উপদেশকের কথা; তিনি দায়ূদের পুত্র, যিরূশালেমস্থ রাজা।
2 উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার।
3 মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? 4 এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে; কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। 5 সূর্যও উঠে, আবার সূর্য অস্ত যায় এবং সত্বর স্বস্থানে যায়, সেখানে গিয়া উঠে। 6 বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আইসে। 7 জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না; জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। 8 সমস্ত বিষয় ক্লান্তিজনক; তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য; দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। 9 যাহা হইয়াছে, তাহাই হইবে; যাহা করা গিয়াছে, তাহাই করা যাইবে; সূর্যের নিচে নূতন কিছুই নাই। 10 এমন কি কিছু আছে, যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখ, ইহা নূতন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল; 11 পূর্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই; এবং ভাবী কালে যাহারা জন্মিবে, তাহাদের বিষয়ও পরবর্তী ভাবী কালের লোকদের স্মরণে থাকিবে না।
প্রজ্ঞার অন্বেষণ
12 আমি উপদেশক, যিরূশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13 আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম; ঈশ্বর মনুষ্য-সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন। 14 সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়াছি; দেখ, সেই সকলই অসার ও বায়ু ভক্ষণ মাত্র। #১:১৪ (বা) বায়ুর অনুধাবন মাত্র। এইরূপ অন্য স্থলেও।
15 যাহা বক্র, তাহা সোজা করা যায় না; এবং যাহা নাই, তাহা গণনা করা যায় না। 16 আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম, কহিলাম, দেখ, আমার পূর্বে যিরূশালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন, সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞাবিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে। 17 আমি প্রজ্ঞা জানিতে এবং ক্ষিপ্ততা #১:১৭ (বা) উম্মত্ততা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম, আমি জানিলাম যে, তাহাও বায়ুভক্ষণ মাত্র। 18 কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যথার বৃদ্ধি করে।
ទើបបានជ្រើសរើសហើយ៖
:
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.