1
২ করিন্থীয় ৩:17
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
আর প্রভুই সেই আত্মা; এবং যেখানে প্রভুর আত্মা, সেইখানে স্বাধীনতা।
مقایسه
২ করিন্থীয় ৩:17 را جستجو کنید
2
২ করিন্থীয় ৩:18
কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে, আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি।
২ করিন্থীয় ৩:18 را جستجو کنید
3
২ করিন্থীয় ৩:16
কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফিরে, তখন আবরণ উঠাইয়া ফেলা হয়।
২ করিন্থীয় ৩:16 را جستجو کنید
4
২ করিন্থীয় ৩:5-6
আমরা যে নিজেরাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত, তাহা নয়; কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন; তিনিই আমাদিগকে নূতন নিয়মের পরিচারক, অক্ষরের নয়, কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্তও করিয়াছেন; কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক।
২ করিন্থীয় ৩:5-6 را جستجو کنید
خانه
كتاب مقدس
برنامههای مطالعه
ویدیوها