YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 145

145
জবুর
প্রশংসা। হযরত দাউদের।
1আমি তোমার প্রতিষ্ঠা করবো, হে আমার আল্লাহ্‌, আমার বাদশাহ্‌,
আমি অনন্তকাল তোমার নামের শুকরিয়া আদায় করবো।
2প্রতিদিন আমি তোমার শুকরিয়া আদায় করবো,
যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করবো।
3মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়;
তাঁর মহিমার তত্ত্ব পাওয়া যায় না।
4বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে
তোমার কাজগুলোর প্রশংসা করবে,
তোমার পরাক্রমের সমস্ত কাজ তবলিগ করবে।
5তোমার প্রভার গৌরবযুক্ত মহিমা,
ও তোমার আশ্চর্য সমস্ত কাজ আমি ধ্যান করবো।
6আর লোকে তোমার ভয়াবহ সকল মহৎ কাজের কথা বলবে,
এবং আমি তোমার মহিমা বর্ণনা করবো।
7তারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি তবলিগ করবে,
তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।
8মাবুদ কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।
9মাবুদ সকলের জন্য মঙ্গলময়,
তাঁর করুণা তাঁর সৃষ্ট সমস্ত জিনিসের উপরে আছে।
10হে মাবুদ, তোমার সমস্ত জিনিস তোমার প্রশংসা করে,
এবং তোমার ভক্তরা তোমার শুকরিয়া আদায় করে।
11তারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে,
তোমার পরাক্রমের কথা বলে,
12যেন মানুষকে জানাতে পারে তাঁর পরাক্রমের সমস্ত কাজ,
এবং তাঁর রাজ্যের প্রতাপের গৌরব।
13তোমার রাজ্য সর্বযুগের রাজ্য,
তোমার কর্তৃত্ব পুরুষানুক্রমে চিরস্থায়ী।
14মাবুদ পতনোন্মুখ সকলকে ধরে রাখেন,
অবনত সকলকে তুলে ধরেন।
15সকলের চোখ তোমার অপেক্ষা করে,
তুমিই যথাসময়ে তাদেরকে খাদ্য দিচ্ছ।
16তুমিই তোমার হাত মুক্ত করে সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করে থাক।
17মাবুদ তাঁর সমস্ত পথে ধর্মশীল,
নিজের সমস্ত কাজে দয়াবান।
18মাবুদ সেই সকলেরই নিকটবর্তী, যারা তাঁকে ডাকে,
যারা সত্যে তাঁকে আহ্বান জানায়।
19যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,
তিনি তাদের বাঞ্ছা পূর্ণ করেন,
আর তাদের আর্তনাদ শুনে তাদেরকে নিস্তার করেন।
20যারা মাবুদকে মহব্বত করে,
তিনি তাদের সকলের পথের উপর তাঁর দৃষ্টি আছে,
কিন্তু তিনি সমস্ত দুষ্টকে সংহার করবেন।
21আমার মুখ মাবুদের প্রশংসা বর্ণনা করবে;
আর সমস্ত প্রাণী যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের শুকরিয়া আদায় করুক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 145