জবুর শরীফ 144
144
জবুর
হযরত দাউদের।
1মাবুদ ধন্য হোন, তিনি আমার শৈল;
তিনিই আমার হাতকে যুদ্ধ শিক্ষা দেন,
আমার আঙ্গুলগুলোকে যুদ্ধ করতে শিক্ষা দেন।
2তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ,
আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;
তিনি আমার ঢাল, আমি তাঁর মধ্যেই আশ্রয় নিই;
তিনি আমার লোকদেরকে আমার অধীনে নত করেন।
3হে মাবুদ, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও?
মানুষের সন্তানই কি যে তুমি তার বিষয়ে চিন্তা কর?
4মানুষ তো নিশ্বাস মাত্র,
তার আয়ু ছায়ার মত, যা চলে যায়।
5হে মাবুদ, তোমার আসমান অবনত করে নেমে এসো;
পর্বতমালাকে স্পর্শ কর, তারা ধূমায়িত হবে।
6বিদ্যুৎ নিক্ষেপ কর, ওদেরকে ছিন্নভিন্ন কর,
তোমার তীর নিক্ষেপ কর, ওদেরকে সংহার কর।
7উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও;
আমাকে উদ্ধার কর, অতল জলধি থেকে রক্ষা কর,
সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর,
8যাদের মুখ মিথ্যা কথা বলে,
যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ।
9হে আল্লাহ্, আমি তোমার উদ্দেশে নতুন গজল গাইব,
দশতন্ত্রী নেবলে তোমার প্রশংসা গাইব।
10তুমিই বাদশাহ্দের বিজয় প্রদান করে থাক,
মারাত্মক তলোয়ার থেকে তোমার গোলাম দাউদকে রক্ষা করে থাক।
11আমাকে উদ্ধার কর,
সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর,
যাদের মুখে মিথ্যা কথা বলে,
যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ।
12আমাদের পুত্ররা যেন গাছের চারার মত যৌবনে বর্ধনশীল হয়,
আমাদের কন্যারা যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে মসৃণ করা কোণের স্তম্ভের মত হয়;
13আমাদের ভাণ্ডারগুলো যেন পরিপূর্ণ ও নানা রকম দ্রব্যবিশিষ্ট হয়;
আমাদের ভেড়াগুলো যেন আমাদের মাঠে হাজার হাজার ও লক্ষ লক্ষ বাচ্চা প্রসব করে;
14আমাদের সমস্ত বলদ যেন ভার বহন করে;
ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়,
আমাদের কোন চকে যেন কান্নার শব্দ না ওঠে।
15সুখী সেই জাতি, যাদের উপর এরকম দোয়া নেমে আসে;
সুখী সেই জাতি, মাবুদ যার আল্লাহ্।
Currently Selected:
জবুর শরীফ 144: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013