জবুর শরীফ 121
121
জবুর
আরোহণ-গজল।
1আমি পর্বতমালার দিকে চোখ তুলে তাকাব;
কোথা থেকে আমার সাহায্য আসবে?
2মাবুদ থেকে আমার সাহায্য আসে,
তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।
3তিনি তোমার পা বিচলিত হতে দেবেন না,
তোমার রক্ষক ঘুমে ঢুলে পড়বেন না।
4দেখ, যিনি ইসরাইলের রক্ষক,
তিনি ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না।
5মাবুদই তোমার রক্ষক,
মাবুদই তোমার ছায়া,
তিনি তোমার দক্ষিণ পাশে আছেন।
6দিনে সূর্য তোমাকে আঘাত করবে না,
রাতে চন্দ্রও করবে না।
7মাবুদ তোমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন;
তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।
8মাবুদ তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা সুরক্ষিত রাখবেন,
এখন থেকে চিরকাল পর্যন্ত।
Currently Selected:
জবুর শরীফ 121: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013