YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 120

120
জবুর
আরোহণ-গজল।
1আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম,
তিনি আমাকে উত্তর দিলেন।
2হে মাবুদ, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর থেকে,
প্রতারক জিহ্বা থেকে উদ্ধার কর।
3হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দেবেন?
তোমাকে বেশি কি যোগাবেন?
4বীরের ধারালো তীরগুলো,
ও রোতম কাঠের জলন্ত কয়লা।
5হায় হায়, আমি মেশকে প্রবাস করছি,
কায়দারের তাঁবুগুলোর কাছে বাস করছি।
6বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সঙ্গে বসবাস করেছে,
যে শান্তি ঘৃণা করে।
7আমি শান্তিপ্রিয়,
কিন্তু যখন কথা বলি, তখন ওরা যুদ্ধ চায়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in