YouVersion Logo
Search Icon

রোমীয় 12

12
খ্রীষ্টাশ্রয়ী নবজীবন
1বন্ধুগণ, ঈশ্বরের বহুবিধ করুণার কথা স্মরণ করে আমি তোমাদের একান্তভাবে অনুরোধ করছি, তোমরা নিজেদের শুচিশুদ্ধ করে তোমাদের দেহকে জীবন্ত ও ঈশ্বরের গ্রাহ্য বলিরূপে উৎসর্গ কর। এই হচ্ছে ঈশ্বরের সঙ্গত আরাধনা।#রোমীয় 6:13-19; ১ করি 6:20; ১ পিতর 2:5; যোহন 4:23 2বর্তমান যুগধর্মের অনুসরণ করো না। তোমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গী রূপান্তরিত করে নবায়িত কর তোমাদের সত্তা। তাহলে জানতে পারবে ঈশ্বরের ইচ্ছা কি এবং তখনই বিচার করতে পারবে কোনটি শ্রেয়, যথার্থ ও গ্রহণযোগ্য।#ইফি 4:23; 5:10-17; গালা 1:4; ফিলি 1:10; ১ পিতর 1:14
3ঈশ্বর আমাকে যে অনুগ্রহ করেছেন তারই গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজের সম্বন্ধে উচ্চ ধারণা কেউ পোষণ করো না, বরং ঈশ্বর যাকে যতটুকু বিশ্বাস দিয়েছেন সেই অনুপাতে সংযতভাবে নিজেদের মূল্যায়ন কর।#রোমীয় 11:20; 12:16 4মানবদেহে নানা অঙ্গপ্রত্যঙ্গ এবং তাদের প্রত্যেকের কাজও বিভিন্ন।#১ করি 12:12-14 5সেইরকম আমরা সংখ্যায় অনেক হলেও খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়ে এক দেহে পরিণত হয়েছি এবং সেই কারণে আমরা অঙ্গপ্রত্যঙ্গরূপে পরস্পরের সঙ্গে সংযুক্ত।#১ করি 12:20-27; যোহন 17:11-21; ইফি 1:23; 4:4 6ঈশ্বরের অনুগ্রহে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আত্মিক বর লাভ করেছি। ঈশ্বরের প্রত্যাদেশ ঘোষণা করার বর যে পেয়েছে সে তার বিশ্বাস অনুযায়ী সেই কাজ করুক।#১ করি 7:7; 12:4,8-10; ১ পিতর 4:10-11 7সেবার প্রেরণা যে পেয়েছে সে তা-ই করুক। শিক্ষাদানের ক্ষমতা যে পেয়েছে সে শিক্ষা কার্যেই নিযুক্ত থাকুক। 8অপরকে পরামর্শ দিয়ে উদ্দীপিত করার ক্ষমতা যে পেয়েছে, সে নিয়োজিত থাকুক সেই কাজেই। দান করার সঙ্গতি যার আছে সে উদারভাবে দান করুক। যে নেতৃত্ব দান করে, সে নিষ্ঠার সঙ্গে করুক। যে নেতৃত্ব দান করে, সে নিষ্ঠার সঙ্গে করুক। দয়াশীল অন্তর যে পেয়েছে, হাসিমুখে সে দয়া করুক।#মথি 5:42; 6:3; ২ করি 8:2; 9:7; ১ তিম 5:17
9তোমাদের ভালবাসা অকৃত্রিম হোক। মন্দ যা কিছু তা ঘৃণা কর, যা ভাল তা আঁকড়ে ধর।#১ পিতর 1:22; ১ তিম 1:5; আমোস 5:15 10তোমরা পরস্পরকে ভাইয়ের মত ভালবাস। অন্যকে নিজের চেয়ে শ্রেয় মনে করে সম্মান কর।#২ পিতর 1:7; ফিলি 2:3; হিব্রু 13:1 11তোমাদের উৎসাহে ভাঁটা না পড়ুক। উদ্দীপ্ত অন্তরে প্রভুর সেবায় রত থাক।#প্রকা 3:15; প্রেরিত 18:25 12প্রত্যাশায় আনন্দিত হোক তোমাদেরর মন, দুঃখ-কষ্টে অবিচল থাক, নিবিষ্ট থাক প্রার্থনায়।#রোমীয় 5:2; হিব্রু 3:6; 10:36; ১ থিষ 5:17 13অভাবগ্রস্ত ভক্তদের সাহায্য কর এবং অতিথিপরায়ণ হও।#হিব্রু 13:২-16; মথি 25:35
14যারা তোমাদের নির্যাতন করে তাদের আশীর্বাদ কর, আশীর্বাদই কর, অভিশাপ দিও না।#মথি 5:44; প্রেরিত 7:59-60; ১ করি 4:12; ১ পিতর 3:9 15যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ কর, যারা শোকার্ত তাদের সঙ্গে শোক কর।#ইয়োব 30:25; ১ করি 12:26 16পরস্পর মৈত্রীর বন্ধনে আবদ্ধ থেক। গর্বোদ্ধত হয়ো না, কিন্তু সাধারণ মানুষের প্রতি বন্ধুভাবাপন্ন হও।#রোমীয় 15:5; 11:20; ২ করি 13:11; ফিলি 2:2; ১ পিতর 3:8; ১ করি 1:10; হিতো 3:7; 26:12 17জ্ঞানের অহঙ্কার করো না। অনিষ্টের প্রতিশোধে অনিষ্ট করো না। সকলের বিচারে যা ভাল মনে হবে তাই করার চেষ্টা কর।#যিশা 5:21; ২ করি 8:21; ১ থিষ 5:15; ১ পিতর 3:9 18তোমাদের পক্ষে যতদূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বসবাস কর।#মার্ক 9:50; রোমীয় 14:19; হিব্রু 12:14 19বন্ধুগণ, তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, প্রতিফল দেবার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শাস্ত্রে আছে, প্রভু বলেছেন, “প্রতিশোধের দায়িত্ব আমার, আমিই প্রতিফল দেব।”#দ্বি.বি. 32:35; লেবীয় 19:18; মথি 5:39; ১ থিষ 4:6; ২ থিষ 1:6-7; রোমীয় 13:4; হিব্রু 10:30 20কিন্তু “তোমরা শত্রু ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও —তাহলে তোমার শত্রু মরমে মরে যাবে*।#যাত্রা 23:4-5; ২ রাজা 6:22; হিতো 25:21 21মন্দের কাছে পরাজিত হয়ো না, কিন্তু উত্তমের সাহায্যে মন্দকে জয় করো।#মথি 5:44

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in