YouVersion Logo
Search Icon

রোমীয় 11

11
ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের করুণা
1তাই আমার জিজ্ঞাসা, ঈশ্বর কি তাঁর প্রজাদের পরিত্যাগ করেছেন? কখনও না। আমি নিজেও ইসরায়েলী, অব্রাহামের বংশধর, বিন্যামীনের কুলে আমার জন্ম।#১ শমু 12:22; যির 31:37; ২ করি 11:22; ফিলি 3:5 2ঈশ্বর যে জাতিকে নিজের প্রজারূপে পূর্বেই গ্রহম করেছিলেন, তিনি তাদের বর্জন করেননি। এলিয়ের প্রসঙ্গে শাস্ত্রে যা বলা হয়েছে তা কি জান না? তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করেছিলেনঃ#১ রাজা 19:10-14 3“প্রভু, এরা তোমার নবীদের হত্যা করেছে, তোমার যজ্ঞবেদী ধূলিসাৎ করেছে, আমি একাই বেঁচে আছি, তারা আমারও প্রাণ নিতে চেষ্টা করছে।” 4কিন্তু ঈশ্বরের কাছ থেকে কি উত্তর তিনি পেয়েছিলেন? “বেলদেবের সামনে নতজানু হয়নি এমন সাতহাজার লোক আমার এখনও আছে।”#১ রাজা 19:18 5ঠিক সেইভাবেই আজও অল্প সংখ্যক লোক রয়েছে, যাদের ঈশ্বর অনুগ্রহ করে মনোনীত করেছেন।#রোমীয় 9:27 6এই মনোনয়ন যদি অনুগ্রহের ফলে হয়ে থাকে তবে তা তাদের কর্মের দ্বারা অর্জিত নয়। যদি হত তাহলে অনুগ্রহ কথাটি হত নিরর্থক।#রোমীয় 4:4; গালা 3:18
7তাহলে দাঁড়াল কি? সমস্ত ইসরায়েল যা অর্জন করতে চেয়েছে তা পারেনি। কিন্তু তাদের মধ্যে সেই অল্প সংখ্যক মনোনীতরাই পেরেছে। বাকী সকলের সত্য উপলব্ধির ক্ষমতা লোপ পেল।#রোমীয় 9:31 8শাস্ত্রে যেমন লেখা আছেঃ “প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন। গভীর নিদ্রায় ডুবে যাবার জন্য। তোমাদের স্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছন।”#যিশা 29:10; দ্বি.বি. 29:4 9দাউদ বলেছেনঃ “ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপনিরাপত্তা হোক ওদের শৃঙ্খল।#গীত 69:22-23; 35:8
10ওদের দু'চোখে নেমে আসুক অন্ধকারওরা যেন দেখতে না পায়,নিরন্তর বোঝার ভারে নুয়ে পড়ুক ওরা।”
11তাহলে আমার প্রশ্ন, পদস্খলনের ফলে কি তাদের অধঃপতন ঘটেছে? না, তা নয়। বরং তাদের বিচ্যুতির ফলে অন্যান্য জাতির পক্ষে পরিত্রাণ লাভের পথ সুগম হয়েছে যেন ইসরায়েলীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে।#রোমীয় 10:9; 11:9; প্রেরিত 13:46 12তাদের পতনের ফলে যদি জগত সমৃদ্ধ হয়, তাদের পতনের ফলে যদি অন্যান্য জাতি বরলাভ করে, তাহলে তারা সবাই নিখুঁত হলে জগত আরও কত অধিক লাভবান হত।
13তোমরা যারা ইহুদী নও, আমি তোমাদেরই বলছি, আমি তোমাদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিত। এই সেবাব্রতের জন্য আমি গর্ব অনুভব করি।#রোমীয় 15:10 14হয়তো এর দ্বারা আমার স্বজাতির কিছু লোককে ঈর্ষান্বিত করে তুলে তাদের মধ্যে অন্তত কয়েকজনকে উদ্ধার করতে পারব।#১ করি 9:22; ১ তিম 4:16 15তারা পরিত্যক্ত হওয়ার ফলে ঈশ্বরের সঙ্গে যদি জগতের পুনর্মিলন হয়, তাহলে ঈশ্বর তাদের গ্রহণ করলে তার ফল কি হবে? তা কি মৃতের পুনর্জীবন লাভের মতই বিস্ময়কর হবে না?
16নৈবেদ্যর অগ্রিমাংশ যদি পবিত্র হয় তাহলে তার সমস্তটাই পবিত্র এবং মূল যদি পবিত্র হয় তাহলে তারা শাখা-প্রশাখাও পবিত্র।#গণনা 15:17-21 17ভাল একটি জলপাই গাছের কিছু ডালপালা কেটে ফেলে সেখানে বুনো জলপাইয়ের ডাল জুড়ে দেওয়া বুনো জলপাইয়ের ডালের মত। এখন তোমরা ভাল গাছের মূলের সঙ্গে যুক্ত হয়েছ এবং তা থেকে প্রাণরস আহরণ করছ।#যির 11:16; ইফি 2:12-13 18সুতরাং কেটে ফেলা ডালপালাগুলির চেয়ে তোমরা নিজেদের বড় মনে করো না। তা যদি কর, তাহলে মনে রেখো, তুমি মূলকে বাঁচিয়ে রাখ না, মূলই তোমাকে বাঁচিয়ে রাখে।
19তুমি হয়তো বলবে, তোমাকে জুড়ে দেওয়ার জন্যই তো ঐ ডালপালা কেটে দেওয়া হয়েছে। 20ভালই বলেছ। তাদের বিশ্বাস ছিল না বলেই কেটে ফেলা হয়েছে। কিন্তু তিমি বিশ্বাসের বলেই সেখানে সংযুক্ত রয়েছ। তাই, অহঙ্কার করো না বরং সাবধানে থেক।#রোমীয় 12:3-16; ১ তিম 6:17; ফিলি 2:12; যিশা 66:2; ২ করি 1:24 21কারণ ঈশ্বর যখন আসল শাখাগুলিকে অব্যাহতি দেবেন না। 22দেখ, ঈশ্বর যেমন করুণাময় তেমনি তিনি কঠোরও হতে পারেন। যাদের কেটে ফেলা হয়েছে তাদের প্রতি তিনি কঠোর, কিন্তু তেআমার উপরে রয়েছে ঈশ্বরের করুণা, অবশ্য তুমি যদি তাঁর করুণাকে আশ্রয় করে থাক। তা না হলে তোমাকেও কেটে ফেলা হবে।#যোহন 15:2-4; হিব্রু 3:14 23অপরপক্ষে যদি তারা অবিশ্বাস ত্যাগ করে বিশ্বাসী হয় তাহলে তাদের আবার স্বস্থানে জুড়ে দেওয়া হবে,#২ করি 3:16 24কারণ তাদের আবার জুড়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। যখন একটি বুনো জলপাই গাছের শাখাকে অস্বাভাবিকভাবে আসল গাছের সঙ্গে জুড়ে দেওয়া হল, তখন গাছের আসল শাখাগুলিকে তাদের নিজস্ব গাছের সঙ্গে জুড়ে দেওয়া কতই না সহজ।
25বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।#রোমীয় 12:16; লুক 21:24 26তখন সমগ্র ইসরায়েল পরিত্রাণ পাবে। শাস্ত্রে যেমন লেখা আছেঃ
“সিয়োন থেকে আসবেন ত্রাণকর্তা,
যাকোবের কুল থেকে তিনিদূর করবেন সব অনাচার।#গীত 14:7; যিশা 59:20; 27:9
27এইভাবে আমি তাদের সঙ্গে স্থাপন করব
আমার নতুন সম্বন্ধহরণ করব তাদের সকল পাপ।”#রোমীয় 9:4; যির 31:33-34; যিশা 27:9
28সুসমাচারের বিপক্ষে গিয়ে তারা শত্রুরূপে পরিগণিত হয়েছে এবং তোমরা হয়েছ উপকৃত। তা সত্ত্বেও পিতৃপুরুষদের সুবাদে তারা ঈশ্বরের মনোনীত জাতি ও তাঁর প্রিয় পাত্র। 29কারণ তিনি কখনও তাঁর আশীর্বাদ ও মনোনয়ন প্রত্যাহার করেন না। 30এককালে তোমরা ঈশ্বরের অবাধ্য ছিলে। এখন তারা অবাধ্য হয়েছে বলে তোমরা ঈশ্বরের করুণা লাভ করেছ।#রোমীয় 15:9 31সেইভাবে ইসরায়েলীরা এখন অবাধ্য হয়েছে। সুতরাং তেআমরা করুণা লাভ করেছ বলে তারাও একদিন করুণা লাভ করবে। 32ঈশ্বর সকলকে তাঁর অবাধ্যতার নিগড় পরিয়েছেন যাতে সকলকেই তিনি করুণা বিতরণ করতে পারেন।#রোমীয় 3:19; গালা 3:22; ১ তিম 2:4
33আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।#রোমীয় 9:23; 10:12; ইয়োব 11:7; দ্বি.বি. 29:29; যিশা 45:15 34“কে জানে প্রভুর মন?কে পারে তাঁকে মন্ত্রণা দিতে?#যিশা 40:13; যির 23:18; ইয়োব 15:8; ১ করি 2:16
35কেই বা তাঁকে কিছু করেছে দানযেন বিনিময়ে পেতে পারে প্রতিদান?”
36কারণ সর্ববস্তু তাঁরই সৃষ্ট, তাঁরই মাধ্যমে এবং তাঁরই জন্য এই সৃষ্টির অস্তিত্ব। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।#১ করি 8:6

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in