YouVersion Logo
Search Icon

রোমীয় 13

13
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য
1প্রত্যেক মানুষ দেশের প্রশাসকদের অনুগত থাকুক, কারণ সমস্ত কর্তৃত্বই ঈশ্বর প্রদত্ত। যাঁরা কর্তৃত্ব করেন ঈশ্বরই তাঁদের নিযুক্ত করেছেন।#তীত 3:1; যোহন 19:11; হিতো 8:15 2কাজেই প্রশাসকদের বিরোধিতা যে করে, সে ঈশ্বরের সিদ্ধান্তেরই বিরোধিতা করে। দণ্ড নিজেরাই ডেকে আনে। 3প্রশাসকেরা সুনাগরিকের কাছে নয়, কিন্তু অপরাধীদের কাছেই ভীতির স্বরূপ। তুমি কর্তৃপক্ষ সম্বন্ধে নির্ভয় থাকতে চাও? তাহলে ন্যায়সঙ্গত কাজ কর, তাঁদের প্রশংসা পাবে।#১ পিতর 2:13-14; 3:13 4তোমার কল্যাণের জন্যই তাঁরা ঈশ্বনিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অড়্যায় কর তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে। জেন, অকারণে তাঁদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তাঁরাই হচ্ছেন ঈশ্বরনিযুক্ত কর্মচারী।#রোমীয় 12:19 5কাজেই প্রশাসকদের অনুগত থাকা মানুষের কর্তব্য —কেবল ঈশ্বরের ক্রোধের ভয়ে নয়, বিবেকের অনুরোধেও।
6কারণ রাজকর্মচারীরা ঈশ্বরনিযুক্ত কর্মীরূপে এই প্রশাসনিক কাজ করে থাকেন। এজন্য তোমরা করও দিয়ে থাক। 7তাঁদের মধ্যে যাঁকে যা দেওয়া কর্তব্য তাঁকে তাই দাও। তোমাদের প্রদেয় ব্যক্তিগত ও সম্পত্তি কর কর্তৃপক্ষের হাতে যথাযথভাবে মিটিয়ে দাও, তাঁদের সকলকে যথাযোগ্যভাবে সম্মান ও সমাদরর কর।#মথি 22:21; লুক 23:2
পরস্পরের প্রতি কর্তব্য
8তোমরা পরস্পরের কাছে ভালবাসার ঋণ ছাড়া আর কোন ঋণে আবদ্ধ থেক না। এভাবে যে চলে, সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে।#গালা 5:14; ১ তিম 1:5; যাত্রা 20:13-17; লেবীয় 19:13,18; দ্বি.বি. 5:17-21 9ব্যভিচার করো না, নরহত্যা করো না, লোভ করো না, ইত্যাদি যত অনুশাসন রয়েছে তার সব কয়টির সারমর্ম ব্যক্ত হয়েছে, ‘তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে’ এই অনুশাসনের মধ্যে। 10প্রতিবেশীকে ভালবাসলে তার অনিষ্ট করা যায় না। এই ভালবাসাতেই বিধানের সকল লশর্ত পূর্ণ হয়।#মথি 22:39-40
পরিত্রাণের দিন আগত
11জেনে রাখ, এখন সেই সময় উপস্থিত, এখনই তোমাদের ঘুমের ঘোর থেকে জেগে ওঠার লগ্ন। আমরা যেমন প্রথমে বিস্বাস করেছিলাম, তার চেয়ে পরিত্রাণের দিন আজ আরও এগিয়ে এসেছে।#ইফি 5:14; ১ থিষ 5:6-7; যিশা 56:1; লুক 21:28 12রাত্রি শেষ হয়ে এল, দিন আগত ঐ। তামসিক কার্যকলাপ পরিহার করে এস আমরা আলোকের রণসজ্জায় সজ্জিত হই।#১ যোহন 2:8; ইফি 5:11; ২ তিম 1:10; ১ থিষ 5:5-8 13উচ্ছৃঙ্খলতা ও মাতলামি নয়, লাম্পট্য ও স্বেচ্ছাচারিতা নয়, বিবাদ ও ঈর্ষা নয়, এস, আমরা দিবালোকের উপযুক্ত শোভন আচরণ করি।#লুক 21:34; গালা 5:21; ইফি 5:8; ১ থিষ 4:12; যাকোব 3:16 14ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।#গালা 3:27; 5:16; ইফি 4:24; কল 3:10

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in