YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 80

80
জাতির হৃতগৌরব পুনরুদ্ধারের প্রার্থনা
আসফের সাক্ষ্য গাথা
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–শোশান্নিম
1হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন,
তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত,
করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।#যাত্রা 25:22
2ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশিকুলের সম্মুখে হে প্রভু পরমেশ্বর,
জাগ্রত হও মহাপরাক্রমে, উদ্ধার কর আমাদের।
3হে ঈশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, প্রসন্ন হও আমাদের প্রতি,
উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।
4হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আর কতকাল তোমার প্রজাদের
কাতর নিবেদন ক্রোধভরে করবে অগ্রাহ্য?
5তুমি দুঃখকষ্টকে করেছ তাদের খাদ্যস্বরূপ,
অশ্রুজল করেছ তাদের পানীয়।
6তুমি প্রতিবেশীদের কাছে আমাদের করেছ উপহাসের পাত্র
শত্রুরা আমাদের নিয়ে করে পরিহাস।
7হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, বন্দীত্ব মোচন করে উদ্ধার কর আমাদের,
প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।
8মিশর দেশ থেকে তুমি এনেছিলে একটি দ্রাক্ষালতা,
রোপন করেছিলে তাকে অতি সযত্নে, অন্যান্য বৃক্ষলতা নির্মূল করে।
9তার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করলে,
তার মূল প্রবেশ করল গভীরে, ছড়িয়ে পড়ল সারা দেশে।
10গিরিশ্রেণী ঢাকা পড়ল তার ছায়ায়,
তার শাখাগুলি হল প্রকাণ্ড সীডার বৃক্ষের মত।
11আসমুদ্র বিস্তৃত হল তার শাখা,
সুদূর নদী পর্যন্ত ছড়িয়ে পড়ল তার প্রশাখা।
12কিন্তু কেন তুমি ভেঙ্গে দিলে তার সুরক্ষিত বেষ্টনী?
তার জন্য যারাই এ পথে যায় তারা ছিঁড়ে নেয় তার ফল।
13বন্য শুকরের পাল এসে ছিন্নভিন্ন করে দেয় তাকে,
নিঃশেষে গ্রাস করে তাকে মাঠের পশুপাল।
14হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ফিরে চাও,
স্বর্গ থেকে চেয়ে দেখ আমাদের প্রতি, উদ্ধার কর তোমার প্রজাদের।
15তুমি আপন হাতে যাকে করেছ রোপণ,
রক্ষা কর তাকে।
16শত্রুরা আগুন লাগিয়েছে সেই দ্রাক্ষাকুঞ্জে, ধ্বংস করেছে তাকে নির্মমভাবে।
তোমার রোষাগ্নি নেমে আসুক ওদের উপর ধ্বংস হয়ে যাক ওরা।
17কিন্তু তোমার মনোনীত জন যাকে তুমি আপন উদ্দেশ্য সাধনে করেছ
শক্তিমান তাকে তুমি পালন কর, রক্ষা কর তাকে।
18তোমায় পরিত্যাগ করে আমরা আর যাব না দূরে সরে,
সঞ্জীবিত কর আমাদের নবজীবনের স্পন্দনে, আমরা গাইব তোমার বন্দনা গান।
19হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের বন্দীত্ব মোচন কর, উদ্ধার কর আমাদের,
প্রসন্ন হও আমাদের প্রতি উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 80