YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 37

37
ধর্মনিষ্ঠ ও দুষ্টের শেষ পরিণাম
দাউদের ভজন
1দুর্জনের সাফল্যে বিচলিত হয়ো না,
ঈর্ষা করো না অধর্মাচারীদের
2কারণ তৃণের মত শীঘ্রই তারা শুকিয়ে যায়,
সবুজ লতাগুল্মের মত অচিরে বিনষ্ট হয় তারা।
3প্রভুর উপর আস্থা রাখ, সদাচরণ কর,
তাহলে বাস করতে পারবে আপন দেশে নিরাপদে সেখানে করবে বিচরণ।
4প্রভুর সান্নিধ্যে আনন্দ কর,
তিনিই পূর্ণ করবেন তোমার মনোবাসনা।
5প্রভুর চরণে সমর্পণ কর তোমার জীবনের গতি,
নির্ভর কর তাঁর উপর, তিনিই করবেন কার্যসাধন।
6তিনিই প্রকাশ করবেন তোমার সততা আলোকের মত,
মধ্যদিনের দীপ্তির মত প্রকাশিত হবে তোমায় ন্যায়পরতা।
7প্রভুর সম্মুখে নীরব হও, তাঁর প্রতীক্ষায় থাক নিয়ত।
ছলনার পথে যারা হয়েছে সমৃদ্ধ, কুচক্রান্ত যাদেরহয়েছে সফল,
রুষ্ট হয়ো না তাদের প্রতি, নিবৃত্ত কর তোমার ক্রোধ।
8ক্রোধ থেকে নিবৃত্ত হও, রোষ কর পরিহার, হয়ো না বিচলিত, অন্যথায়,
পরিণামে শুধু ঘটবে বিপর্যয়।
9দুষ্টেরা উচ্ছিন্ন হবে কিন্তু যারা প্রভুর প্রতীক্ষা করে
তারাই হবে দেশের অধিকারী।
10আর কিছুকাল, তারপরেই লুপ্ত হবে দুষ্টজনের অস্তিত্ব
বহু অনুসন্ধানেও তুমি উদ্দেশ পাবে না তাদের।
11কিন্তু বিনম্র যারা, তারাই হবে দেশের অধিকারী
সৌভাগ্যের প্রাচুর্যে তারা হবে আনন্দিত।#মথি 5:5
12ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন,
তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।
13কিন্তু প্রভু পরমেশ্বর দুর্জনকে দেখে অলক্ষ্যে হাসেন,
তিনি জানেন আসন্ন তার শেষের দিন।
14দুষ্টেরা নিষ্কাশিত করে তাদের তরবারি,
ধনুকে পরায় গুণ দীন দরিদ্রদের নিপাত করার জন্য,
বিনাশ করতে তাদের যারা চলে ন্যায়ের পথে।
15কিন্তু নিজেদের অস্ত্রে তারা নিজেরাই হবে বিদ্ধ,
ভগ্ন হবে তাদের ধনু।
16দুর্জনের অগাধ সম্পদের চেয়ে
ধার্মিকের সামান্য বিত্ত শ্রেয়।
17প্রভু পরমেশ্বর দুর্জনের শক্তি করেন চূর্ণ,
কিন্তু ধার্মিককে করেন সুরক্ষা।
18প্রভু জানেন ন্যায়নিষ্ঠের জীবনের ধারা,
করেন তাদের প্রতিপালন, চিরস্থায়ী করেন তাদের উত্তরাধিকার।
19দুর্দিনে তারা হবে না বিব্রত,
দুর্ভিক্ষের কালেও পরিতৃপ্ত হবে তারা।
20কিন্তু দুর্জনেরা হবে বিনষ্ট, প্রভুর বিরোধী যারা তাদের গৌরব ক্ষণস্থায়ী,
যেন প্রান্তরের তৃণদলের শোভা, যা অচিরে লুপ্ত হয়,
মিলিয়ে যায় ধোঁয়ার মত।
21দুর্জন ঋণ নেয় কিন্তু করে না পরিশোধ,
ধার্মিক দানশীল, দয়াবান।
22প্রভুর আশিস্‌ধন্য যারা, তারাই হবে দেশের অধিকারী
কিন্তু তাঁর অভিশাপের পাত্রেরা হবে উচ্ছিন্ন।
23প্রভু পরমেশ্বর সজ্জনকে সঠিক পথে পরিচালনা করেন, প্রতিষ্ঠিত করেন তাকে সৎপথে,
তিনি প্রীতি লাভ করেন তার আচরণে।
24স্খলিত হলেও সে হবে না ভূপাতিত,
কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ।
25আমি তরুণ ছিলাম, এখন হয়েছি প্রবীণ,
কিন্তু ঈশ্বর পরিত্যাগ করেছেন তাঁর ভক্তকে এমন কখনও দেখিনি,
তার বংশধরদের দেখিনি কোনদিন অন্নভিক্ষা করতে।
26সারা জীবন সে দান করে, ঋণ দেয় অকাতরে,
তার সন্তানেরা হয় আশিস্‌স্বরূপ।
27মন্দতা পরিহার কর, সদাচরণ কর
তাহলে তোমার স্থিতি হবে চিরায়ত।
28প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন,
তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের,
চিরকাল তাদের করেন রক্ষা,
কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।
29ধার্মিকেরা হবে দেশের অধিকারী,
চিরকাল তারা সেখানে করবে বসবাস।
30ধার্মিক জ্ঞানের কথা বলে
তার ওষ্ঠাধর উচ্চারণ করে ন্যায়ের বাণী।
31ঈশ্বরের বিধান রয়েছে তার অন্তরে,
তার হবে না পদস্খলন।
32দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে
তাকে বধ করার চেষ্টা করে সে।
33কিন্তু প্রভু ধার্মিককে তার হাতে করবেন না সমর্পণ,
বিচারে তাকে দোষী সাব্যস্ত হতে দেবেন না।
34প্রভু পরমেশ্বরের প্রতীক্ষায় থাক, তাঁরই পথে চল,
তাহলে তিনি তোমাকে করবেন উন্নত দেশে প্রতিষ্ঠা করবেন তোমার অধিকার,
প্রত্যক্ষ করবে তুমি দুর্জনের বিনাশ।
35আমি দেখেছি দুষ্টকে মহাপ্রতাপশালী হতে দেখেছি
তাকে লেবাননের বনস্পতির মতই সুউচ্চ, সতেজ।
36পরে আবার সেই পথে যখন গেছি আমি, দেখেছি, সেখানে সে আর নেই,
আমি খুঁজেছি তাকে কিন্তু পাইনি তার কোন সন্ধান।
37সৎ ব্যক্তির দিকে দৃষ্টিপাত কর, দেখ ন্যায়পরায়ণকে,
শান্তিকামী মানুষের বংশধারা থাকবে অব্যাহত।
38কিন্তু অধর্মাচারীরা ধ্বংস হবে সদলবলে,
উচ্ছিন্ন হবে দুর্জনের বংশ।
39ধার্মিকদের উদ্ধার করেন প্রভু,
সঙ্কটকালে তিনিই তাদের আশ্রয়।
40প্রভু পরমেশ্বরই তাদের রক্ষক ও সহায় দুষ্টদের কবল থেকে তিনিই
তাদের করেন রক্ষা ও উদ্ধার,
কারণ তারা তাঁরই শরণাগত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy