YouVersion Logo
Search Icon

মীখা 4

4
বিশ্বব্যাপী ঐশী শান্তি
1যে পর্বতে প্রভুর মন্দির অবস্থিত,
ভাবীকালে সেই পর্বত সর্বশ্রেষ্ঠ পর্বতরূপে
প্রতিষ্ঠা লাভ করবে এবং সমস্ত পর্বতের চেয়ে তা হবে উন্নত।
স্রোতের মত লোক ছুটে চলবে তার দিকে।
2অনেক জাতি এসে বলবে,
‘চল, আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি,
যাকোবের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই,
তাঁর পথ সম্পর্কে তিনিই আমাদের শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথে চলতে পারি।
কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে বিধি-বিধান,
জেরুশালেম থেকে ঘোষিত হবে প্রভুর নির্দেশ।
3সর্বজাতির বিচার করবেন তিনি,
দূর দেশবাসী শক্তিশালী জাতি সমূহের বিবাদ নিষ্পত্তি করবেন।
তারা তাদের তরবারি ভেঙ্গে গড়বে লাঙ্গলের ফলা,
বর্শা ভেঙ্গে তৈরী করবে কাস্তে।
কোন জাতি আর অন্য জাতির বিরুদ্ধে অস্ত্রধারণ করবে না,
তারা আর শিখবে না যুদ্ধবিদ্যা।#যোয়েল 3:10
4তারা নিশ্চিন্তে বসবাস করবে নিজেদের দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর গাছের মাঝে,
কেউ তাদের ভীতি প্রদর্শন করবে না,
কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন এ কথা।#সখ 3:10
5অন্যান্য সব জাতি তাদের দেবতাদের আরাধনা করে, করুক! আমরা কিন্তু চিরকাল আমাদের প্রভু পরমেশ্বরেরই আরাধনা করব।
নির্বাসন থেকে ইসরায়েলের প্রত্যাবর্তন
6প্রভু বলেন, সেই দিন আসন্ন, যে দিন আমি তাদের একত্র করব যাদের আমি শাস্তি দিয়েছিলাম, যারা নির্বাসনে অকথ্য যন্ত্রণায় জর্জরিত হয়েছিল, 7যারা পথভ্রান্ত, তাদের আমি প্রতিষ্ঠিত করব অবশিষ্ট অংশরূপে, যারা বিতাড়িত হয়েছিল, তাদের শক্তিশালীএক জাতিতে পরিণত করব, আর সিয়োনে অধিষ্ঠিত সেই আমি প্রভু পরমেশ্বর, এখন ও চিরকাল রাজত্ব করব তাদের উপরে।
8হে জেরুশালেম, হে সিয়োনদুহিতার শৈলপীঠ, যেখান থেকে ঈশ্বর তাঁর মেষপালের প্রতিদৃষ্টি রাখেন, তোমার পূর্বকালের আধিপত্য, জেরুশালেম-কন্যার রাজত্ব অবশ্যই আবার ফিরে আসবে তোমার হাতে। 9কিন্তু এখন তোমরা আর্তনাদ করছ কেন? তোমাদের কি রাজা নেই? মারা গেছে কি তোমাদের মন্ত্রীগণ? সেই জন্যই কি তোমরা প্রসববেদনাতুরা নারীর মত কাতর হয়েছ? 10ওগো সিয়োনদুহিতা, তোমাকে এখন প্রসূতি নারীর মতই যন্ত্রণাভোগ করতে হবে, এখন নগর পরিত্যাগ করতে হবে তোমাকে, বাস করতে হবে উন্মুক্ত প্রান্তরে। তোমাকে যেতে হবে ব্যাবিলনে, সেখানে তুমি উদ্ধার পাবে, প্রভু পরমেশ্বর তোমাকে সেখানেই মুক্ত করবেন শত্রুদের কবল থেকে। 11অনেক জাতি এখন একত্র হয়েছে তোমার বিরুদ্ধে, তারা বলছে: সিয়োনকে অশুচি করা হোক আমরা দুচোখ মেলে দেখব তার দুর্দশা। 12ওরা প্রভু পরমেশ্বরকে জানে না, তাঁর পরিকল্পনা ওদের বোধগম্য নয়। বস্তুতঃ তিনিই তাদের শস্যের আঁটির মতসংগ্রহ করেছেন খামারে।
13ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।

Currently Selected:

মীখা 4: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in