অনেক জাতি এসে বলবে,
‘চল, আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি,
যাকোবের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই,
তাঁর পথ সম্পর্কে তিনিই আমাদের শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথে চলতে পারি।
কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে বিধি-বিধান,
জেরুশালেম থেকে ঘোষিত হবে প্রভুর নির্দেশ।