YouVersion Logo
Search Icon

হোশেয় 3

3
বিবাহবন্ধনের পবিত্রতা
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘তুমি যাও, আবার গিয়ে সেই রমণীকে ভালবাস, যে পরপুরুষে আসক্ত। ইসরায়েলীরা আজ অন্য দেবতাদের প্রতি আসক্ত। তারা কিস্‌মিস্‌#3:1 সেই যুগে উর্বরতার দেবীকে কিসমিস দিয়ে তৈরী পিঠের ভোগ নিবেদন করার রীতি ছিল। এই দেবী তার একনিষ্ঠ উপাসকদের প্রচুর ফসল দিত বলে বিশ্বাস করা হত। দিয়ে তৈরী পিঠের নৈবেদ্য দেবতাদের উৎসর্গ করতে ভালবাসে। তা সত্ত্বেও আমি যেমন তাদের ভালবাসি, ঠিক তেমনি তুমিও ঐ রমণীকে ভালবাসবে।
2তখন আমি পনেরোটি রৌপ্যমুদ্রা ও দেড় হোমের#3:2 হোমের অর্থাৎ আধুনিক কালের ‘কুইণ্টাল'। পরিমাণ যবের পণ দিয়ে তাকে কিনে নিলাম। 3আমি তাকে বললাম, তোমাকে অনেকদিন আমার আপন হয়ে থাকতে হবে। তুমি গণিকাবৃত্তি অবলম্বন করতে পারবে না। তামার প্রতি আমার আচরণও সেই রকমই হবে। 4ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে। 5তারপর তারা আবার তাদের প্রভু পরমেশ্বরের ও রাজা দাউদের মত রাজার অন্বেষণ করবে। উত্তরকালে সসম্ভ্রমে তারা প্রভু পরমেশ্বরেরই শরণাপন্ন হবে। তাঁর সদাশয়তাই হবে তাদের অবলম্বন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হোশেয় 3