প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘তুমি যাও, আবার গিয়ে সেই রমণীকে ভালবাস, যে পরপুরুষে আসক্ত। ইসরায়েলীরা আজ অন্য দেবতাদের প্রতি আসক্ত। তারা কিস্মিস্ দিয়ে তৈরী পিঠের নৈবেদ্য দেবতাদের উৎসর্গ করতে ভালবাসে। তা সত্ত্বেও আমি যেমন তাদের ভালবাসি, ঠিক তেমনি তুমিও ঐ রমণীকে ভালবাসবে।