YouVersion Logo
Search Icon

হগয় 2

2
নবনির্মিত মন্দিরের রূপগৌরব
1সপ্তম মাসের একুশ তারিখে প্রভু পরমেশ্বর নবী হগয়ের মাধ্যমে লোকদের বললেন, 2জেরুব্বাবেল, যিহোশূয় এবং আর সবাইকে বল: 3তোমরা যারা আগের মন্দিরের রূপ দেখেছ, তাদের কাছে এখানকার রূপ নিতান্ত তুচ্ছ বলে মনে হচ্ছে।#ইষ্রা 3:12 4কিন্তু তবুও জেরুব্বাবেল, সাহস কর। প্রধান পুরোহিত যিহোশূয়, তুমিও সাহস কর। দেশের সমগ্র জনতা, তোমরাও সাহস কর এবং কাজ কর। আমি তোমাদের সঙ্গে আছি। 5মিশর থেকে বেরিয়ে আসার সময় আমি তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমার আত্মা তোমাদের মাঝে অধিষ্ঠান করেন, সুতরাং তোমরা ভয় করো না।#যাত্রা 29:45-46
6কারণ আর কিছুকাল পরে আমি আর একবার জল-স্থল, স্বর্গ-মর্ত্যকে কাঁপিয়ে তুলব।#হিব্রু 12:26 7কাঁপিয়ে তুলব আমি সর্বজাতিকে। সর্বজাতির ধন-সম্পদ এখানে আসবে, আর আমি এই মন্দির গৌরবে পরিপূর্ণ করব। 8রূপো আমার, সোনাও আমার। 9এই মন্দিরের রূপ গৌরব আগের চেয়ে ও বেশী হবে। এই স্থানে আমি দান করব শান্তি ও সমৃদ্ধি।
অশুচিতার প্রতি ঈশ্বরের বিরাগ
10রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বছরের নবম মাসের চব্বিশ তারিখে নবী হগয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বরের বাণী পুরোহিতদের কাছে ব্যক্ত হল। হগয় তাঁদের বললেন, 11সর্বাধিপতি প্রভু জিজ্ঞাসা করেছেন, 12কেউ যদি পবিত্র মাংস কোঁচড়ে করে নিয়ে যায় এবং রুটি, সিদ্ধ করা শাক-সব্জি, সুরা, তেল বা অন্য কোন খাদ্য বস্তুতে সেই কাপড়ের ছোঁয়া লাগে, তাহলে সেই সব বস্তু কি পবিত্র হবে? এ সম্পর্কে বিধান কি?
পুরোহিতেরা বললেন, পবিত্র হবে না।
13হগয় বললেন, মৃতদেহের সংস্পর্শে অশুচি কোন ব্যক্তি যদি এই সব দ্রব্যের কোন একটি স্পর্শ করে তাহলে তা কি অশুচি হবে?#গণনা 19:11-12
পুরোহিতেরা বললেন, হ্যাঁ, তা অশুচি হবে।
14হগয় তখন বললেন, প্রভু বলেছেন, ঐ সব লোক এবং জাতি2 আমার কাছে সেই রকম অশুচি। তাদের সমস্ত কর্মও অশুচি। তারা মন্দিরে যে নৈবেদ্য উৎসর্গ করে তা-ও অশুচি।
ঈশ্বরের প্রসন্নতা
15যেদিন আমার মন্দিরের পাথরগুলি গাঁথা হয়নি, তখনকার সেই দিনগুলির কথা বিবেচনা করে দেখ, 16তখন তোমাদের অবস্থা কি ছিল? তখন কেউ বিশ ধামা শস্য আছে মনে করে কোন শস্য স্তূপের কাছে গেলে সেখানে সে পেত মাত্র দশ ধামা। কেউ পঞ্চাশ কলসী দ্রাক্ষারস পাবার আশা করে কোন দ্রাক্ষাকুঞ্জের কাছে গেলে পেত মাত্র কুড়ি কলসী। 17তোমরা পরিশ্রম করে ফসল উৎপন্ন করতে, তাতে আমি শস্য বিধ্বংসী রোগ, ছত্রাক ও শিলাবৃষ্টি দিয়ে আঘাত হানতাম, কিন্তু তোমরা আমার কাছে ফিরে এলে না। 18কিন্তু প্রভুর মন্দিরের ভিত্তি যেদিন স্থাপন করা হয়েছে, সেই নবম মাসের চব্বিশ তারিখের পরের দিনগুলির কথা বিবেচনা কর। 19তোমাদের গোলার সব বীজ বোনা হয়ে গেছে। কিছু আর পড়ে নেই। দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম কিম্বা জলপাই গাছ এখন ফলবন্ত হয়ে উঠেছে। ঐ দিন থেকেই আমি তোমাদের আশীর্বাদ করব।
ঈশ্বরের দাসরূপে জেরুব্বাবেলের মনোনয়ন
20ঐ দিন প্রভু পরমেশ্বরের নির্দেশ দ্বিতীয়বার হগয়ের কাছে ব্যক্ত হলঃ 21তুমি যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেলকে বল, আমি আকাশ ও পৃথিবীকে কম্পান্বিত করতে উদ্যত হয়েছি। 22আমি সমস্ত রাজসিংহাসন উৎপাটন করব, বিজাতীয় রাজ্যগুলির শক্তি ধ্বংস করব। রথসহ রথীদের আমি উল্টে ফেলব। অশ্ব এবং অশ্বারোহী–উভয়ের পতন হবে। তারা প্রত্যেকে পরস্পরের অস্ত্রাঘাতে নিহত হবে। 23সেই দিন, হে আমার দাস জেরুব্বাবেল, শল্টিয়েলের পুত্র, আমি তোমাকে গ্রহণ করব। আমি তোমাকে মুদ্রাঙ্কিত করার অঙ্গুরীয়স্বরূপ করব, কারণ আমি তোমাকে মনোনীত করেছি।

Currently Selected:

হগয় 2: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in