হগয় 1
1
মন্দির পুনর্নির্মাণ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী
1পারস্যের রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের প্রথম দিনে নবী হগয়ের মাধ্যমে যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয়ের কাছে (জেরুব্বাবেল ছিলেন শণ্টিয়েলের পুত্র এবং যিহোশূয় যিহোষাদকের পুত্র) প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।#ইষ্রা 4:24—5:2; 6:14
2-3সর্বাধিপতি প্রভু নবী হগয়কে বললেন, এই জাতির লোকেরা বলছে, প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের সময় এখনও আসেনি। তুমি তাদের বল: 4এই মন্দির যখন বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে, তখনও কি করে তোমরা সুরম্য অট্টালিকায় বাস করতে পারছ? 5তোমরা নিজেদের অবস্থাটা কি কখনও খতিয়ে দেখেছ? 6অঢেল বীজ বুনেও যৎসামান্য ফসল তুলেছ? কেন তোমাদের খাওয়া-দাওয়া যথেষ্ট পরিমাণে হয় না, কেন তোমরা প্রয়োজনীয় পোষাকের সংস্থান করতে পার না? তোমাদের উপার্জন যেন শুধু ফুটো পাত্রে জল ঢালা। 7এতেও তোমরা বুঝতে পারছ না কেন এই অবস্থা? 8তোমরা পাহাড় থেকে কাঠ এনে আবার আমার উপযুক্ত মন্দির নির্মাণ কর যেন আমি যোগ্য মর্যাদায় পূজিত হই। তখন আমি স্বমহিমায় আবির্ভূত হব।
9তোমরা অনেক ফসল আশা করেছিলে, পেলে কিন্তু সামান্যই–আবার যেটুকু ঘরে তুলে আনলে তাও আমি উড়িয়ে দিলাম। এর কারণ কি? কারণ, আমার মন্দির যখন ধ্বংসস্তূপ হয়ে রয়েছে তখন তোমরা নিজেদের ঘরবাড়ি নিয়ে ব্যতিব্যস্ত। 10তোমাদের এই আচরণের জন্যই আকাশ বারি বর্ষণ করে না, ভূমিও ফসল দেয় না। 11আমিই সারা দেশে এনেছি খরা–পাহাড়ে-উপত্যকায়, শস্যক্ষেত্রে, দ্রাক্ষাকুঞ্জে, জলপাইয়ের বনে, ভূমিজাত সবকিছুর উপরে এবং মানুষ হোক আর পশুই হোক–সবারই উপরে। তোমাদের সবকিছুই হবে পণ্ডশ্রম।
12তখন প্রভু পরমেশ্বরের কথা শুনে জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয় এবং সমস্ত লোকের#1:12 সমস্ত লোক: ব্যাবিলনের নির্বাসন থেকে যারা ফিরে এসেছিল। চেতনা এল। তারা নবী হগয়ের কাছে প্রভু পরমেশ্বরের প্রেরিত বাণী গ্রহণ করল। ঈশ্বরের প্রতি তাদের মনে সম্ভ্রম ও ভয় জাগল। 13তখন হগয় জনতার কাছে ঘোষণা করলেন ঈশ্বরের বাণী: আমি তোমাদের সঙ্গে আছি। 14প্রভু পরমেশ্বর তখন জেরুব্বাবেল ও যিহোশূয়ের এবং লোকদের অন্তরে সাড়া জাগালেন। তাঁরা এসে তাঁদের আরাধ্য ঈশ্বর প্রভুর মন্দির সংস্কারের কাজে এগিয়ে এলেন। ষষ্ঠ মাসের চব্বিশ তারিখে এই কাজ শুরু হল।
Currently Selected:
হগয় 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.