Biểu trưng YouVersion
Biểu tượng Tìm kiếm

আদিপুস্তক ৪০

৪০
1 ঐ সকল ঘটনার পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক আপনাদের প্রভু মিসর-রাজের বিরুদ্ধে দোষ করিল। 2 তাহাতে ফরৌণ আপনার সেই দুই কর্মচারীর প্রতি, ঐ প্রধান পানপাত্রবাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারকের প্রতি ক্রুদ্ধ হইলেন, 3 এবং তাহাদিগকে বন্দি করিয়া রক্ষক-সেনাপতির বাটীতে, কারাগারে, যোষেফ যে স্থানে বন্দি ছিলেন, সেই স্থানে রাখিলেন। 4 তাহাতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছু দিন কারাগারে রহিল।
5 পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক, যাহারা কারাবদ্ধ হইয়াছিল সেই দুই জনে এক রাত্রিতে দুই প্রকার অর্থ বিশিষ্ট দুইটি স্বপ্ন দেখিল। 6 আর যোষেফ প্রত্যুষে তাহাদের নিকটে আসিয়া তাহাদিগকে দেখিলেন, আর দেখ, তাহারা বিষণ্ণ। 7 তখন তাঁহার সঙ্গে ফরৌণের ঐ যে দুই কর্মচারী তাঁহার প্রভুর গৃহে কারাবদ্ধ ছিল তাহাদিগকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিষণ্ন কেন? 8 তাহারা উত্তর করিল, আমরা স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থকারক কেহ নাই। যোষেফ তাহাদিগকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি, স্বপ্নবৃত্তান্ত আমাকে বলুন।
9 তখন প্রধান পানপাত্রবাহক যোষেফকে আপন স্বপ্নবৃত্তান্ত জানাইল, তাঁহাকে কহিল, আমার স্বপ্নে, দেখ, আমার সম্মুখে এক দ্রাক্ষালতা। 10 সেই দ্রাক্ষালতার তিনটি শাখা; তাহা যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়া পক্ব হইল। 11 তখন আমার হস্তে ফরৌণের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল লইয়া ফরৌণের পাত্রে নিঙ্‌ড়াইয়া ফরৌণের হস্তে সেই পাত্র দিলাম। 12 যোষেফ তাহাকে কহিলেন, ইহার অর্থ এই; ঐ তিন শাখায় তিন দিন বুঝায়। 13 তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মস্তক উঠাইয়া আপনাকে পূর্বপদে নিযুক্ত করিবেন; আর আপনি পূর্বরীতি অনুসারে পানপাত্রবাহক হইয়া পুনর্বার ফরৌণের হস্তে পানপাত্র দিবেন। 14 কিন্তু বিনয় করি, যখন আপনার মঙ্গল হইবে তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌণের নিকটে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন। 15 কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এই স্থানেও আমি কিছুই করি নাই যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই।
16 প্রধান খাদ্যপ্রস্তুতকারক যখন দেখিল, অর্থ ভাল, তখন সে যোষেফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি; দেখ, আমার মস্তকের উপরে শুক্ল পিষ্টকের তিনটি ডালি। 17 তাহার উপরের ডালিতে ফরৌণের জন্য সকল প্রকার পক্বান্ন ছিল; আর পক্ষিগণ আমার মস্তকের উপরিস্থ ডালি হইতে তাহা লইয়া খাইয়া ফেলিল। 18 যোষেফ উত্তর করিলেন, ইহার অর্থ এই, 19 সেই তিন ডালিতে তিন দিন বুঝায়। তিন দিনের মধ্যে ফরৌণ আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙ্গাইয়া দিবেন, এবং পক্ষিগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে।
20 পরে তৃতীয় দিনে ফরৌণের জন্মদিন হইল, আর তিনি আপনার সকল দাসের জন্য ভোজ প্রস্তুত করিলেন, এবং আপনার দাসগণের মধ্যে প্রধান পানপাত্রবাহকের ও প্রধান খাদ্যপ্রস্তুতকারকের মস্তক উঠাইলেন। 21 তিনি প্রধান পানপাত্রবাহককে তাহার নিজ পদে পুনর্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফরৌণের হস্তে পানপাত্র দিতে লাগিল; 22 কিন্তু তিনি প্রধান খাদ্যপ্রস্তুতকারককে টাঙ্গাইয়া দিলেন; যেমন যোষেফ তাহাদিগকে অর্থ বলিয়াছিলেন। 23 তথাপি প্রধান পানপাত্রবাহক যোষেফকে স্মরণ করিল না, ভুলিয়া গেল।

Tô màu

Chia sẻ

Sao chép

None

Bạn muốn lưu những tô màu trên tất cả các thiết bị của mình? Đăng ký hoặc đăng nhập