1
মথি 19:26
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তাঁদের দিকে তাকিয়ে যীশু বললেন, মানুষের পক্ষে এ সাধ্যের অতীত, কিন্তু ঈশ্বরের অসাধ্য কিছুই নেই।
Linganisha
Chunguza মথি 19:26
2
মথি 19:6
সুতরাং স্বয়ং ঈশ্বর যাদের সম্মিলিত করেছেন মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে।
Chunguza মথি 19:6
3
মথি 19:4-5
উত্তরে যীশু বললেন, তোমরা কি পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা তাদের পুরুষ ও নারী রূপে সৃষ্টি করেছিলেন, আর বলেছিলেন, ‘এ জন্য পুরুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে নিজের স্ত্রীর প্রতি আসক্ত হবে এবং তারা দুজনে হবে একাঙ্গ’।
Chunguza মথি 19:4-5
4
মথি 19:14
যীশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। কারণ স্বর্গরাজ্য এই ধরণের লোকদের জন্যই।
Chunguza মথি 19:14
5
মথি 19:30
যারা প্রথমে রয়েছে তাদের অনেকেরই স্থান হবে শেষে, আর শেষে যারা আছে তাদের স্থান হবে প্রথমে।
Chunguza মথি 19:30
6
মথি 19:29
যে কেউ আমার জন্য গৃহ, পিতামাতা, ভ্রাতাভগ্নী, স্ত্রী, পুত্রকন্যা এবং স্থাবর সম্পত্তি ত্যাগ করেছে সে তার বহুগুণ ফিরে পাবে এবং শাশ্বত জীবনের অধিকারী হবে।
Chunguza মথি 19:29
7
মথি 19:21
যীশু তাকে বললেন, যদি সিদ্ধি লাভ করতে চাও, তবে যাও, তোমার যা কিছু আছে সব বিক্রী করে গরীবদের দান করে দাও। তাহলে স্বর্গে তোমার জন্য ঐশ্বর্য সঞ্চিত হবে। তারপর এসে আমার অনুগামী হও।
Chunguza মথি 19:21
8
মথি 19:17
যীশু তাঁকে বললেন, সৎ কি? এ সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন করছ কেন? একজনই মাত্র সৎ। শাশ্বত জীবন যদি লাভ করতে চাও তবে ঈশ্বরের সমস্ত অনুশাসন পালন কর।
Chunguza মথি 19:17
9
মথি 19:24
আবার তোমাদের বলছি, স্বর্গরাজ্যে ধনীর প্রবেশ করার চেয়ে সূচের ছিদ্রপথে উটের প্রবেশ করা সহজতর।
Chunguza মথি 19:24
10
মথি 19:9
আর আমি তোমাদের বলছি, ব্যভিচার ছাড়া আর অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে যে অন্য নারীকে বিবাহ করে সে ব্যভিচার করে।
Chunguza মথি 19:9
11
মথি 19:23
যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুরূহ।
Chunguza মথি 19:23
Nyumbani
Biblia
Mipango
Video