পুনরুত্থান মানেই ক্রুশ - 8 দিনের ভিডিও পরিকল্পনাSample
About this Plan

পুনরুত্থানের সত্যিকারের অনুভূতি অনুভব করুন, আমাদের "পুনরুত্থান মানেই ক্রুশ" এই ডিজিটাল প্রচারণার মাধ্যমে! এই বিশেষ অনুষ্ঠানটি আপনাকে লুমো পুনরুত্থানের চলচ্চিত্র থেকে, অনুপ্রেরণামূলক ভিডিও অংশগুলোর মাধ্যমে, যীশুর জীবন সম্পর্কে জানতে, ব্যক্তিগত চিন্তাভাবনার বিকাশ ঘটাতে, তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশ নিতে এবং সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে উৎসাহিত করে। যীশুর জীবন, পরিচর্যা এবং দুঃখভোগের বিষয়বস্তু তুলে ধরে, এই প্রোগ্রামটি বহু ভাষায় পরিবেশিত হচ্ছে, যা পুনরুত্থানের মৌসুম জুড়ে আশা ও মুক্তির বার্তা ভাগ করে নেওয়ার জন্য বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করছে।
More
Related Plans

Slaying Giants Before They Grow

Leviticus | Reading Plan + Study Questions

Watch With Me Series 6

40 Rockets Tips - Workplace Evangelism (6-10)

Live Well | God's Plan for Your Wellbeing

Heaven (Part 2)

Breaking Free From Shame

Genesis | Reading Plan + Study Questions
