YouVersion Logo
Search Icon

খ্রীষ্টকে অনুসরণ করা Sample

খ্রীষ্টকে অনুসরণ করা

DAY 2 OF 12

অনুসরণের বলিদান

যীশুকে অনুসরণ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রার আত্মত্যাগ এবং বলিদনের প্রয়োজন রয়েছে। যীশু যখন তাঁর অনুগামীদের বলেছিলেন যে তাকে অনুসরণ করার অর্থ কীতখন তিনি তাঁর বাক্যগুলি মিষ্ট করে বলেননি বা তিনি কষ্টগুলি লুকিয়ে রখেননি। তিনি বলেছিলেন যে যারা তাঁর শিষ্য হতে চায়,তাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে এবং প্রতিদিন তাদের ক্রুশ তুলে নিতে হবে তাঁকে অনুসরণ করার জন্য। এটি ছিল তারও আগের যখন যীশু তার ক্রুশ বহন করেছিলেন এবং সমস্ত বিশ্বের পাপের জন্য ক্রুশবিদ্ধ হতে একটি পাহাড়ে আরোহণ করেছিলেন।

তাহলে এই ক্রশটিকে আমরা প্রত্যেকে কি ভাবে দেখি?

যীশুর জন্য,ক্রুশ ছিল তাঁর কার্যভার। এটি তাঁর উপর অর্পিত একটি প্রভাবশালী রাজ্যের দায়িত্ব ছিল যা তিনি স্বেচ্ছায় নিজের উপর নিয়েছিলেন। এটা আমাদের প্রত্যেকের জন্য আলাদা কিছু নয় যারা তাকে অনুসরণ করি। আমাদের প্রত্যেকেরই স্বয়ং ঈশ্বরের দ্বারা দেওয়া একটি নির্দিষ্ট দায়িত্ব তাঁর রাজ্যের জন্য রয়েছে। আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই এইগুলি আমাদের উপর অর্পণ করা হয়েছে কিন্তু যখন আমরা যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি,তখন আমরা পবিত্র আত্মার সাহায্য পাই সেই দায়িত্বটি কী তা বুঝতে ও উন্মোচন করতে।

এই দায়িত্বটি ক্রমগতভাবে আপনার জীবনের উদ্দেশ্য হয়ে উঠবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার বেশিরভাগ শক্তি এবং আবেগ এটির দিকে পরিচালিত করছে।

আপনার ক্রুশ তুলে যীশুকে অনুসরণ করার অর্থ হল আপনার স্বাচ্ছন্দ্য ত্যাগ করা এবং আপনাকে যা করার জন্য সৃষ্টি করা হয়েছে তা করার সময় তাঁর প্রতি সম্পূর্ণভাবে বাধ্য হওয়া।

প্রায়শই,আমাদের তাঁর রাজ্যের কার্যভার বহন করার জন্য প্রয়োজন হয় যার জন্য আমরা বিলাসিতাগুলিকে পরিত্যাগ করি যেগুলিতে আমরা অভ্যস্ত হতে পারি,যাতে আমরা কোনো কিছুতে আটকে না থেকে ঈশ্বরের সেবায় স্বাধীন হতে পারি। আমাদের এই প্রকান্ড কার্যভার ঈশ্বরের মহিমায় অর্পিত যা এখন আমাদেরকে ঘিরে রেখেছে এই বলে যে আমরা খ্রীষ্টের সাথে এক। ঈশ্বরের মহিমা হল অত্যন্ত প্রভাবসম্পন্ন,এবং যখন আমরা আমাদের রাজ্যের কার্যভারস্বীকার করেনিই,তখন এটা না বললেও চলবে যে আমরা প্রায়শই এর ভার আমাদের উপর অনুভব করব। এটি সেই কার্যভরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা এবং বিজয় নিয়ে আসবে। আর এই সবের মাধ্যে,যীশু আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি করেছেন।

ঘোষণা: যিশু আমাকে এই বিশাল কার্যভার তাঁর রাজ্যের জন্য বহন করতে সাহায্য করেন।

About this Plan

খ্রীষ্টকে অনুসরণ করা

এই বাইবেল পরিকল্পনাটি আপনারই জন্য যদি আপনি ভাবছেন কিভাবে প্রতিদিন যীশুকে অনুসরণ করবেন। অবশ্যই যীশুকে হ্যাঁ বলা হল তার প্রথম ধাপ। যদিও এর সাথে সাথে এই অনুসরণ যীশুকে বারংবার হ্যাঁ বলার এবং তাঁর সাথে পথ চলার একটি জীবনব্যাপী যাত্রা।

More