YouVersion Logo
Search Icon

প্রজ্জ্বলিত: সাহসী প্রার্থনার একটি সহজ গাইডSample

প্রজ্জ্বলিত: সাহসী প্রার্থনার একটি সহজ গাইড

DAY 3 OF 6

প্রার্থনাই আমাদের বিশ্বাসকে বাঁচিয়ে

রাখে যখন আমরা পৃথিবীতে প্রবল চাহিদা এবং সুযোগ দেখতে পাই, সেগুলোর থেকে লুকানো বা দূরে যাওয়া কঠিন হতে পারে অথবা আমরা মনে করতে পারি, সেগুলোর সমাধান করার জন্য আমাদেরকে যথেষ্ট উদ্যোগী হতে হবে। তবে আমরা আনুগত্য এবং বিশ্বাসের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে চাই এবং “কয়েকজন শ্রমিকের সাথে মহান ফসল”-এর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সময় যীশু আমাদেরকে যা করতে বলেছিলেন, সেটাই করতে চাই এবং সেটাই প্রথমে প্রার্থনা করা হবে। আমরা সাহসী এবং ধারাবাহিকভাবে প্রার্থনা করি যে ফসলের প্রভু যা করার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা করবেন: কর্মীদের পাঠাবেন। আমাদেরকে অগ্রসর করতে।

প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনে তার শক্তি, উপস্থিতি এবং বিধান প্রকাশ করা হয়।

এটা অভূতপূর্ব ব্যাপার যে আমরা এই শব্দগুলো বলতে পারি, “আমাদের পিতা,” যা আমরা ম্যাথু 6:9-তে দেখতে পাই। ঈশ্বর সমস্ত অর্থেই পবিত্র এবং দুর্দান্ত। একইসাথে তিনি আমাদের পিতা, তার সাথে কথা বলতে তিনি শুধু আমাদের আমন্ত্রণ জানানোই নয়, সেই সাথে তিনি নিজের অনুগ্রহের সিংহাসনের কাছে আমাদের নিয়ে যান (হিব্রু 4:16)। ঈশ্বর আমাদেরকে চিরন্তনভাবে ভালোবাসেন — এতটাই যে আমাদের জন্য তিনি নিজের পুত্রকে দিয়ে দিয়েছেন (জন 3:16)।

যখন আমরা যীশুর নাম নিয়ে ঈশ্বরের প্রার্থনা করি, তখন আমরা কিছু অব্যক্তিগত বা উদাসীন মহাজাগতিক শক্তির কাছে প্রার্থনা করছি না। আপনার মাথায় কতগুলো চুল আছে, তা তিনি জানেন। আপনি নিজের প্রথম নিঃশ্বাস নেওয়ার আগেই আপনার গন্তব্য কী হতে চলেছে, তা তিনি জানতেন। তিনি আপনাকে বেছে নিয়েছেন এবং আপনার অনুমোদন দিয়েছেন। তিনি আপনাকে ঠিক এতটাই ভালোবাসেন এবং সেই কারণে আপনি প্রার্থনা করলে তিনি আপনার কথা আন্তরিকভাবে শুনবেন!

আমরা যখন একটি মহান সাম্রাজ্য ফসলের জন্য প্রার্থনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হই, আমাদের নিজের প্রয়োজন ছাড়াও বিশ্বের প্রয়োজনগুলো উল্লেখ করি, তখন ঈশ্বর আমাদের নিজস্ব বিশ্বাসকে বাঁচিয়ে রাখেন। আমরা যখন প্রার্থনা করি, তখন তার আত্মা আমাদের মধ্যে, আমাদের মাধ্যমে এবং আমাদের দিকে কাজ করে। আমাদেরকে মনে করিয়ে দেয় যে তার সামনে আমরা অনুগত প্রার্থনাকারীর চেয়েও বেশি কিছু, আমরা তার সাথে প্রিয় অংশীদার হয়ে উঠি।

প্রার্থনা

“পিতা, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ভালোবাসেন এবং আমি প্রার্থনা করার সময় আমাকে শুনতে পান। নিখুঁত শক্তি, টাইমিং এবং ভালো কাজের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার পরিবারে এবং কমিউনিটিতে যারা আপনাকে জানেন না, আপনার সামনে আমি তাদের নাম বলছি এবং আপনার কাছে প্রার্থনা করছি যে তাদের জীবনে এমন লোকজন পাঠান, যারা তাদেরকে যীশুর নাম শোনাবেন। এবং আমি প্রার্থনা করছি যে আপনি যা করেছেন, সেই ব্যাপারে প্রার্থনা করতে বা কথা বলতে যেখানেই আমাকে আহ্বান করুন না কেন, সেখানে আমার মধ্যে জ্ঞান এবং সাহসীকতা প্রদান করুন। আমেন।"

About this Plan

প্রজ্জ্বলিত: সাহসী প্রার্থনার একটি সহজ গাইড

প্রার্থনা একটি উপহার, আমাদের স্বর্গীয় পিতার সাথে সম্পর্ক স্থাপন করার একটি অবিশ্বাস্য সুযোগ। এই 6 দিনের প্ল্যানের মাধ্যমে আমরা জানতে পারব, যীশু আমাদেরকে প্রার্থনা সম্পর্কে কী শিক্ষা দিয়েছেন এবং আমরা ধারাবাহিকভাবে ও মহান সাহসীকতার সাথে প্রার্থনা করতে অনুপ্রাণিত হব।

More