YouVersion Logo
Search Icon

উদ্বেগকে এর নিজের খেলায় প্রহার করা

উদ্বেগকে এর নিজের খেলায় প্রহার করা

4 Days

যে কোনও প্রকারের উদ্বেগ আমাদের দুর্বল করতে পারে কারণ এটি আমাদেরকে ভারসাম্যহীনতার মধ্যে ছুঁড়ে ফেলতে পারে এবং আমাদেরকে গভীরভাবে ভয়ে নিমগ্ন করতে পারে। যদিও এটি গল্পের শেষ কথা নয়, কারণ যীশুতে আমরা সংগ্রামটিকে জয় করার জন্য স্বাধীনতা এবং অনুগ্রহ খুঁজে পাই। আমরা কেবল এই বিষয়টিকে জয় করতে পারি এমন নয় কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের জন্য এবং অবিরত ঈশ্বরের উপস্থিতির আশ্বাসবাণীর জন্য তাঁকে আরও ভালোভাবে ধন্যবাদ দিতে পারি।

আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, যান: https://www.wearezion.co/bible-plan