YouVersion Logo
Search Icon

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন Sample

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

DAY 4 OF 7

কারাগারে উপচয়

যোষেফ কারাগারে থাকাকালীনও কারারক্ষকের দৃষ্টিতে আবার আনুকুল্য লাভ করেছিলেন এবং সেই কারণে তাঁকে সমস্ত কয়েদীদের দেখাশোনার ভার দেওয়া হয়েছিল। এটি সত্যিই একটি চমৎকার বিষয় যে কীভাবে বিদেশে এই একজন ব্যক্তি বারবার কতৃপক্ষের দৃষ্টিতে আনুকুল্য লাভ করছিলেন। তারা তাঁর মধ্যে ভিন্ন কিছু বিষয় অনুভব করেছিলেন। যা এমনকী তাঁর নিজের পরিবারের লোকেরাও দেখতে পায়নি। স্পষ্টতঃই যখন রাজার পানপাত্রবাহক এবং মোদককে সেই একই কারাগারে পাঠানো হয়েছিল তখনও তাদের প্রয়োজনের বিষয়গুলি দেখাশোনার ভার যোষেফকে প্রদত্ত হয়েছিল। আগ্রহপূর্ণভাবে, যোষেফ স্বতঃলব্ধভাবে তাদের প্রয়োজনের বিষয়গুলি অবগত হয়েছিলেন এবং তাদের যে স্বপ্নগুলি উত্যক্ত করছিল তা  তিনি তাদের কাছ থেকে জানতে  চেয়েছিলেন। একজন ব্যক্তির মৃত্যু এবং আরেক জন ব্যক্তির মুক্তির মাধ্যমে তাঁর স্বপ্নের ব্যাখ্যাটি সত্য প্রমাণিত হয়েছিল। তিনি যখন সেই পানপাত্রবাহকের স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন তখন তিনি তাঁকে কেবল একটি মাত্র অনুরোধ করেছিলেন যে তিনি যখন তাঁর পুরাতন পদে আবার প্রতিষ্ঠিত হবেন, তখন তিনি যেন তাঁকে স্মরণ করেন, তথাপি তিনি খুব শীঘ্রই বিস্মৃত হয়েছিলেন।

এর মাত্র দুই বছর পর, যখন ফরৌণ একটি স্বপ্ন দেখেছিলেন এবং যার অর্থ কেউ ব্যাখ্যা করতে পারেনি, তখনই যোষেফকে স্মরণ করা হয়েছিল এবং ডাকা হয়েছিল।

যাইহোক যোষেফ এত দীর্ঘ সময় কীভাবে কারাগারে অতিবাহিত করেছিলেন সেই বিষয়ে এখানে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে তিনি নিজে বন্দী অবস্থায় থাকাকালীন কারাগারের অন্যদের সেবা করছিলেন। সম্ভবতঃ তিনি সমস্ত কয়েদীদের মধ্যে অতি অল্প পরিমাণ খাদ্য সামগ্রী বণ্টন  করা, শান্তি বজায় রাখা, ঝামেলাগুলি সামলানো এবং হতাশাযুক্ত বন্দীদের উৎসাহিত করার মত বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।

আমরা যখন উপচয়ের মধ্যে বাস করি, তখন আমাদের বর্তমান সময় যতই কঠিন হোক না কেন তাতে কোনও যায় আসে না, আমরা সর্বদা আমাদের চারপাশের লোকদের প্রয়োজনগুলির প্রতি সংবেদনশীল থাকতে পারি। এছাড়াও আমরা আমাদের প্রতীক্ষার সময়গুলিকে ধৈর্য্য সহকারে সহ্য করতে পারি, আমরা এটি বিশ্বাস করি যে ঈশ্বর কর্তৃক নিরূপিত সময়ে আমাদের এই প্রতীক্ষা শেষ হবে এবং সেই সময়  না আসা পর্য্যন্ত আমাদের যা করতে বলা হবে আমরা তা বিশ্বস্তভাবে করবো। এই কঠিন সময় বিরক্তিকরভাবে দীর্ঘ বলে মনে হতে পারে কিন্তু এর পশ্চাতে  স্পষ্টভাবে আমরা যে ভূমিকাগুলির মধ্যে পদক্ষেপ ফেলতে যাব তার জন্য আমাদের বৃদ্ধিতে এই সময়গুলি এক বিরাট ভূমিকা পালন করে।

About this Plan

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

আপনি কি আজ এমন একটি জায়গা থেকে চলার, কাজ করার, ভালোবাসার এবং পরিচর্যা করার সিদ্ধান্ত নেবেন যেখান থেকে আপনি উপচিয়ে পড়তে পারবেন? আপনি কি উপচিয়ে পড়ার জন্য পবিত্র আত্মাকে আপনাকে পূর্ণ করতে বলবেন যাতে অন্যরা যখন আপনাকে দেখবে তখন তারা যেন একটি উত্তমরূপে জল সেচিত বাগান অথবা এমন একটি নদী বা জলের উৎস দেখে যার জলধারা কখনও শুকিয়ে যায় না, তা সে যে কোনও ঋতু হোক না কেন?

More