
লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন
10 দিন
খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
Publisher
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in
About The Publisher