1
প্রকাশিত বাক্য ১৫:4
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
হে প্রভু, কে না ভীত হইবে? এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু, কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে।”
مقایسه
প্রকাশিত বাক্য ১৫:4 را جستجو کنید
2
প্রকাশিত বাক্য ১৫:1
পরে আমি স্বর্গে আর এক চিহ্ন দেখিলাম, তাহা মহৎ ও অদ্ভুত; সপ্ত দূতকে সপ্ত আঘাত লইয়া আসিতে দেখিলাম; সেই সকল শেষ আঘাত, কেননা সেই সকলে ঈশ্বরের রোষ সমাপ্ত হইল।
প্রকাশিত বাক্য ১৫:1 را جستجو کنید
خانه
كتاب مقدس
برنامههای مطالعه
ویدیوها