1
১ করিন্থীয় ৭:5
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না; কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছু কাল পৃথক থাকিতে পার; পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমের কারণে তোমাদিগকে পরীক্ষায় না ফেলে।
مقایسه
১ করিন্থীয় ৭:5 را جستجو کنید
2
১ করিন্থীয় ৭:3-4
স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক; আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে; আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে।
১ করিন্থীয় ৭:3-4 را جستجو کنید
3
১ করিন্থীয় ৭:23
তোমরা মূল্য দ্বারা ক্রীত হইয়াছ, মনুষ্যদের দাস হইও না।
১ করিন্থীয় ৭:23 را جستجو کنید
خانه
كتاب مقدس
برنامههای مطالعه
ویدیوها