YouVersion Logo
Search Icon

ইশাইয়া 2

2
আল্লাহ্‌ পাকের পাহাড়
1এহুদা ও জেরুজালেম সম্বন্ধে আমোজের ছেলে ইশাইয়া যা দেখেছিলেন তা এই:
2কেয়ামতের সময়ে সমস্ত পাহাড়ের মধ্যে
সেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবে
যেখানে মাবুদের ঘর আছে।
ছোট ছোট পাহাড়গুলোর চেয়ে
তাকে উঁচুতে তোলা হবে,
আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
3অনেক জাতির লোক এসে বলবে,
“চল, আমরা মাবুদের পাহাড়ে উঠে যাই,
চল, ইয়াকুবের আল্লাহ্‌র ঘরে যাই।
তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন
আর আমরা তাঁর পথে চলব।”
তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে
আর জেরুজালেম থেকে বের হবে মাবুদের কালাম।
4তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন;
অনেক দেশের লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।
তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বে
আর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;
তারা আর যুদ্ধ করতে শিখবে না।
5হে ইয়াকুবের বংশধরেরা, এস;
চল, আমরা মাবুদের নূরে চলাফেরা করি।
মাবুদের দিন
6হে আল্লাহ্‌, তুমি তো তোমার বান্দাদের, অর্থাৎ ইয়াকুবের বংশধরদের ত্যাগ করেছ। তারা পূর্ব দিকের দেশগুলোর কুসংস্কার দিয়ে পূর্ণ হয়েছে; তারা ফিলিস্তিনীদের মত মায়াবিদ্যার অভ্যাস করেছে এবং ভিন্ন জাতিদের সংগে হাতে হাত মিলিয়েছে। 7তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের শেষ নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথও অসংখ্য। 8এছাড়া তাদের দেশ প্রতিমায় পূর্ণ হয়েছে। তাদের হাতে তৈরী জিনিসের কাছে তারা সেজদা করে, তারা যা আংগুল দিয়ে তৈরী করেছে তার কাছেই মাথা নোয়ায়। 9কাজেই লোকদের নত করা হবে এবং তাদের সবাইকে নীচু করা হবে। তাদের তুমি মাফ কোরো না।
10মাবুদের ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য তোমরা বড় বড় পাথরের ফাঁকে ঢুকে যাও, মাটির মধ্যে লুকাও। 11গর্বিত লোকের চাহনি নত করা হবে আর লোকদের অহংকার নীচে নামানো হবে। সেই দিন কেবল মাবুদকেই সম্মানিত করা হবে।
12আল্লাহ্‌ রাব্বুল আলামীন অহংকারী আর গর্বিত লোকদের এবং যারা উঁচুতে আছে তাদের সকলের জন্য একটা দিন ঠিক করেছেন; সেই দিন তাদের সবাইকে নত করা হবে। 13লেবাননের সব লম্বা ও উঁচু এরস গাছ আর বাশনের সব এলোন গাছ নীচু করা হবে; 14এছাড়া সব বড় বড় পাহাড়-পর্বত, 15প্রত্যেকটা উঁচু পাহারা-ঘর, প্রত্যেকটা শক্ত দেয়াল, 16সমস্ত তর্শীশ-জাহাজ আর প্রত্যেকটা জাঁকজমকপূর্ণ জাহাজ নীচু করা হবে। 17মানুষের গর্বকে নীচে নামানো হবে আর লোকের অহংকারকে নীচু করা হবে। সেই দিন কেবল মাবুদকেই সম্মানিত করা হবে, 18আর প্রতিমাগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে।
19মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে। 20সেই দিন লোকে তাদের পূজার জন্য তৈরী সোনা ও রূপার মূর্তিগুলো ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে।
21মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে বড় বড় পাথরের ফাঁকে ও পাহাড়ের ফাটলে পালিয়ে যাবে।
22তোমরা মানুষের উপর ভরসা করা ছেড়ে দাও। তার প্রাণ তো তার নাকের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; তার কোনই দাম নেই।

Currently Selected:

ইশাইয়া 2: MBCL

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy