YouVersion Logo
Search Icon

মেসাল 1

1
আভাষ
1সোলায়মানের মেসাল;
তিনি দাউদের পুত্র, ইসরাইলের বাদশাহ্‌।
2এই মেসাল দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,
বুদ্ধির কথা বোঝা যায়;
3উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে,
ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;
4অবোধদেরকে চতুরতা প্রদান করা যায়,
যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা পায়।
5জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে,
বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;
6এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়,
জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়।
7মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ;
অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
যুবকদের প্রতি উপদেশ
8বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন,
তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।
9কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ,
ও তোমার গলার হারস্বরূপ হবে।
10বৎস, যদি গুনাহ্‌গারেরা তোমাকে প্রলোভন দেখায়,
তুমি সম্মত হয়ো না।
11তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো,
আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি,
নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি,
12পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি,
গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি,
13আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব,
লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো,
14তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে,
আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’;
15বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না,
তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;
16কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,
তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।
17জাল পাতা হয় অনর্থক,
কোন পাখির দৃষ্টিসীমায়।
18আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে,
নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।
19পরধন-অপহরক সকলেরই এই গতি,
সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।
প্রজ্ঞার আহ্বান
20প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে,
হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;
21সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,
নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে,
নগরে, সে এই কথা বলে;
22‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?
নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?
হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?
23তোমরা আমার অনুযোগে ফিরে এসো;
দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্‌ সেচন করবো,
আমার কথা তোমাদেরকে জানাব।’
24আমি ডাকলে তোমরা অসম্মত হলে,
আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;
25তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,
আমার তিরস্কার শুনতে চাইলে না।
26এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,
তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;
27যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে,
ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে,
যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।
28তখন সকলে আমাকে ডাকবে,
কিন্তু আমি উত্তর দেব না,
তারা সযত্নে আমার খোঁজ করবে,
কিন্তু আমাকে পাবে না;
29কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো,
মাবুদের ভয়কে মান্য করতো না;
30আমার পরামর্শে সম্মত হত না,
আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;
31তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে,
স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।
32ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে,
হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে;
33কিন্তু যে জন আমার কথা শোনে,
সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে,
অমঙ্গলের আশঙ্কা করবে না।
 

Currently Selected:

মেসাল 1: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy