YouVersion Logo
Search Icon

মেসাল 2

2
বেহেশতী প্রজ্ঞার উৎকৃষ্টতা
1বৎস, তুমি যদি আমার সমস্ত কথা
গ্রহণ কর,
যদি আমার সমস্ত হুকুম তোমার কাছে সঞ্চয় কর,
2যদি প্রজ্ঞার দিকে কান দাও,
যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;
3হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর,
যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর;
4যদি রূপার মত তার খোঁজ কর,
গুপ্ত ধনের মত তার অনুসন্ধান কর;
5তবে মাবুদের ভয় বুঝতে পারবে,
আল্লাহ্‌বিষয়ক জ্ঞান পাবে।
6কেননা মাবুদই প্রজ্ঞা দান করেন,
তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন,
যারা সিদ্ধতায় চলে, তিনি তাদের ঢালস্বরূপ।
8তিনি ন্যায়বিচারের সমস্ত পথ রক্ষা করেন,
যারা তাঁর বিশ্বস্ত তিনি তাদের পথ সংরক্ষণ করেন।
9অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝবে,
ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হবে।
10কেননা প্রজ্ঞা তোমার অন্তরে প্রবেশ করবে,
জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাবে,
11পরিণামদর্শিতা তোমার প্রহরী হবে,
বুদ্ধি তোমাকে রক্ষা করবে;
12যেন তোমাকে উদ্ধার করে, দুষ্টের পথ থেকে,
সেসব লোক থেকে, যারা কুটিল কথা বলে,
13যারা সরলতার পথ ত্যাগ করে,
অন্ধকার-পথে চলবার জন্য;
14যারা কুকর্ম সাধনে আনন্দিত হয়,
নীচতার কুটিলতায় উল্লসিত হয়;
15যারা বাঁকা পথের পথিক,
নিজ নিজ আচরণে বিপথগামী।
16সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে,
সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে,
17যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে,
নিজের আল্লাহ্‌র নিয়ম ভুলে যায়;
18কেননা ওর বাড়ি মৃত্যুর দিকে অবনত,
ওর পথ মৃতলোকের দিকে ধাবমান;
19যারা ওর কাছে যায়, তারা আর ফিরে আসে না,
তারা জীবনের পথ পায় না;
20যেন তুমি সুশীলদের পথে চলতে পার,
যেন ধার্মিকদের পথ অবলম্বন কর;
21কেননা সরল লোকেরা দেশে বাস করবে,
সিদ্ধ ব্যক্তিরা সেখানে অবশিষ্ট থাকবে।
22কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে,
বিশ্বাসঘাতকেরা সেখান থেকে উৎপাটিত হবে।
 

Currently Selected:

মেসাল 2: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy