জবুর শরীফ 137
137
জবুর
1ব্যাবিলনীয় নদীগুলোর তীরে,
সেখানে আমরা বসতাম আর কাঁদতাম,
যখন সিয়োনকে মনে পড়তো।
2আমরা সেই স্থানের বাইশী গাছে
নিজ নিজ বীণা টাঙ্গিয়ে রাখতাম।
3কারণ যারা আমাদের বন্দী করে নিয়ে গেছে তারা
আমাদের কাছে গজল শুনতে চাইত,
আমাদের জুলুমকারীরা আনন্দের আওয়াজ শুনতে চাইত,
বলতো, ‘আমাদের কাছে সিয়োনের একটা গজল গাও।’
4আমরা কেমন করে বিজাতীয় ভূমিতে
মাবুদের গজল গাইতে পারি?
5জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই,
আমার ডান হাতও আমাকে ভুলে যাক।
6আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক,
যদি আমি তোমাকে মনে না করি,
যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।
7হে মাবুদ, জেরুশালেমের পতনের দিন
ইদোম-সন্তানেরা কি করেছিল তা স্মরণ কর;
তারা বলেছিল, ‘উৎপাটন কর, ওর মূল পর্যন্ত উৎপাটন কর।’
8হে ব্যাবিলন-কন্যা, হে বিনাশপাত্রি,
সুখী সেই, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে,
যেরকম তুমি আমাদের প্রতি করেছ।
9সুখী সেই, যে তোমার শিশুদেরকে ধরে,
আর শৈলের উপরে আছড়ায়।
Currently Selected:
জবুর শরীফ 137: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013