জবুর শরীফ 126
126
জবুর
আরোহণ-গজল।
1মাবুদ যখন সিয়োনের বন্দীদেরকে ফিরালেন,
তখন আমরা স্বপ্নদর্শকদের মত হলাম।
2তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হল,
আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হল;
তৎকালে জাতিদের মধ্যে লোকে বললো,
মাবুদ ওদের জন্য অজস্র মহৎ কাজ করেছেন।
3মাবুদ আমাদের জন্য প্রচুর মহৎ কাজ করেছেন,
সেজন্য আমরা আনন্দিত হয়েছি।
4হে মাবুদ! আমাদের বন্দীদেরকে ফিরিয়ে আন,
দক্ষিণ দেশের পানির স্রোতের মত ফিরিয়ে আন।
5যারা চোখের পানির সঙ্গে বীজ বপন করে,
তারা আনন্দগানসহ শস্য কাটবে।
6যে ব্যক্তি কাঁদতে কাঁদতে বপনীয় বীজ নিয়ে বাইরে যায়,
সে আনন্দগানসহ তার ফসলের আঁটি নিয়ে আবশ্যই আসবে।
Currently Selected:
জবুর শরীফ 126: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013