YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 124

124
জবুর
আরোহণ-গজল। হযরত দাউদের।
1যদি মাবুদ আমাদের সপক্ষ না হতেন,
—ইসরাইল এই কথা বলুক—
2যদি মাবুদ আমাদের সপক্ষ না হতেন,
যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠেছিল,
3তখন তারা আমাদেরকে জীবতাবস্থায় গ্রাস করতো,
যখন আমাদের প্রতি তাদের ক্রোধ প্রজ্বলিত হত।
4তখন পানি আমাদেরকে প্লাবিত করতো,
স্রোত আমাদের প্রাণের উপর দিয়ে বয়ে যেত;
5তখন প্রচণ্ড জলোচ্ছাস আমাদের প্লাবিত করে বয়ে যেত।
6মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকে
ওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি।
7আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে;
ফাঁদ ছিঁড়েছে, আর আমরা রক্ষা পেয়েছি।
8মাবুদের নামে আমাদের সাহায্য,
তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 124