YouVersion Logo
Search Icon

মেসাল 5

5
জেনা সম্বন্ধে সতর্কবাণী
1বৎস, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও,
আমার বুদ্ধির প্রতি কান দাও;
2যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা কর,
যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে।
3কেননা জেনাকারী স্ত্রীর কথা থেকে মধু ক্ষরে,
তার কথা তেলের চেয়েও স্নিগ্ধ;
4কিন্তু তার শেষ ফল নাগদানার মত তিক্ত,
দ্বিধার তলোয়ারের মত তীক্ষ্ন।
5তার চরণ মৃত্যুর কাছে নেমে যায়,
তার পদক্ষেপ পাতালে পড়ে।
6সে জীবনের সমান পথ পায় না,
তার সমস্ত পথ চঞ্চল; সে কিছু জানে না।
7অতএব বৎসরা, আমার কথা শোন,
আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।
8তুমি সেই স্ত্রী থেকে তোমার পথ দূরে রাখ,
তার বাড়ির দরজার কাছে যেও না;
9পাছে তুমি নিজের সম্মান অন্যদেরকে দাও,
নিজের আয়ু নির্দয় লোককে দাও;
10পাছে অপর লোকে তোমার ধনে তৃপ্ত হয়,
আর তোমার পরিশ্রমের ফল বিজাতীয়ের বাড়িতে থাকে;
11পাছে শেষকালে তুমি অনুশোচনা কর,
যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়;
12পাছে বল, ‘হায়, আমি উপদেশ ঘৃণা করেছি,
আমার অন্তর তিরস্কার তুচ্ছ করেছে;
13আমি নিজের গুরুদের কথা শুনি নি,
নিজের শিক্ষকদের কথায় কান দিই নি;
14সমাজ ও মণ্ডলীর মধ্যে হাতে পড়ে
আমি প্রায় মারাই পড়েছিলাম।’
নিজের স্ত্রীতে আনন্দ কর
15তুমি নিজের জলাশয়ের পানি পান কর,
নিজের কূপের স্রোতের পানি পান কর।
16তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে?
পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?
17সেটি কেবল তোমারই হোক,
তোমার সঙ্গে অপর লোকের না হোক।
18তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক,
তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।
19সে প্রেমিকা হরিণী ও কমনীয়া হরিণীর মত;
তারই বুকে তুমি সর্বদা আপ্যায়িত হও,
তার প্রেমে তুমি সতত মোহিত থাক।
20বৎস, তুমি জেনাকারী স্ত্রীতে কেন মোহিত হবে?
বিজাতীয়ার বক্ষ কেন আলিঙ্গন করবে?
21মানুষের পথ তো মাবুদের দৃষ্টিগোচর;
তিনি তার সকল পথ যাচাই করে দেখেন।
22দুষ্ট নিজের অপরাধগুলোতে ধরা পড়ে,
সে নিজের গুনাহ্‌-পাশে আট্‌কা পড়ে।
23সে শাসনের অভাবে প্রাণ ত্যাগ করবে,
নিজের অজ্ঞানতার আধিক্যে ভ্রান্ত হবে।
 

Currently Selected:

মেসাল 5: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in