YouVersion Logo
Search Icon

মেসাল 31

31
বাদশাহ্‌ লমূয়েলের কথা
1লমূয়েল বাদশাহ্‌র কথা। তাঁর মা তাঁকে এই দৈববাণী শিক্ষা দিয়েছিলেন।
2হে বৎস, কি বলবো?
হে আমার গর্ভের সন্তান, কি বলবো।
হে আমার মানতের পুত্র, তোমাকে আমি কি বলবো?
3তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না,
যা বাদশাহ্‌দের বিনাশক, তাতে লিপ্ত হয়ো না।
4বাদশাহ্‌দের জন্য, হে লমূয়েল,
বাদশাহ্‌দের জন্য মদ্যপান উপযুক্ত নয়,
‘সুরা কোথায়? এই কথা বলা শাসনকর্তাদের অনুচিত।
5পাছে পান করে তাঁরা আইন-কানুন বিস্মৃত হন,
এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন।
6মৃতকল্প ব্যক্তিকে সুরা দাও,
তিক্তপ্রাণ লোককে আঙ্গুর-রস দাও;
7সে পান করে দৈন্যদশা ভুলে যাক,
নিজের দুর্দশা আর মনে না করুক।
8যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তাদের জন্য তুমি মুখ খোল,
এতিমদের পক্ষে তুমি কথা বল।
9তোমার মুখ খোল, ন্যায়বিচার কর,
দুঃখী ও দরিদ্রের বিচার কর।
 
গুণবতী স্ত্রীর বর্ণনা
10গুণবতী স্ত্রী কে পেতে পারে?
মুক্তা হতেও তাঁর মূল্য অনেক বেশি।
11তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে,
স্বামীর লাভের অভাব হয় না।
12তিনি সারা জীবন তাঁর উপকার করেন,
অপকার করেন না।
13তিনি ভেড়ার লোম ও মসীনা খোঁজ করেন,
প্রফুল্লভাবে নিজের হাতে কাজ সম্পাদন করেন।
14তিনি বাণিজ্য-জাহাজগুলোর মত,
দূর থেকে নিজের খাদ্যসামগ্রী আনয়ন করেন।
15তিনি রাত থাকতে উঠেন,
আর নিজের পরিজনদের খাদ্য দেন,
নিজের বাঁদীদেরকে নির্ধারিত কাজ দেন।
16তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন,
নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন।
17তিনি বলযুক্ত হয়ে কোমরবন্ধনী পরেন,
আপন বাহুযুগল বলশালী করেন।
18তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম,
রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না।
19তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন,
তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে।
20তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন,
দীনহীনের প্রতি হাত বাড়িয়ে দেন।
21তিনি নিজের পরিবারের বিষয়ে তুষারপাত থেকে ভয় পান না;
কারণ তাঁর সমস্ত পরিজন লাল কাপড় পরে।
22তিনি নিজের জন্য বুটিদার চাদর নির্মাণ করেন।
তাঁর পরিচ্ছদ শুভ্র মসীনার কাপড় ও বেগুনে কাপড়।
23তাঁর স্বামী নগর-দ্বারে সমাদৃত হন,
যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন।
24তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন,
বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন।
25শক্তি ও সমাদর তাঁর পরিচ্ছদ;
তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাসবেন।
26তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন,
তাঁর কথায় দয়ার ব্যবস্থা থাকে।
27তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন,
তিনি আলস্যের খাদ্য খান না।
28তাঁর সন্তানেরা উঠে তাঁকে সুখী বলে;
তাঁর স্বামীও বলেন, আর তাঁর এরকম প্রশংসা করেন,
29“অনেক মেয়ে অনেক গুণ প্রদর্শন করেছে,
কিন্তু তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা।”
30লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,
কিন্তু যে স্ত্রী মাবুদকে ভয় করেন,
তিনিই প্রশংসনীয়া।
31তোমরা তাঁর অর্জিত পুরস্কার তাঁকে দাও,
নগর-দ্বারগুলোতে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।

Currently Selected:

মেসাল 31: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in