YouVersion Logo
Search Icon

শুমারী 3

3
হযরত হারুনের সন্তানেরা
1তুর পর্বতে যেদিন মাবুদ মূসার সঙ্গে কথা বললেন, সেদিন হারুন ও মূসার যে বংশ-তালিকা তা এরকম: 2হারুনের পুত্রদের নাম এই— তাঁর প্রথম সন্তান ছিলেন নাদব, পরে অবীহূ, ইলিয়াসর ও ঈথামর। 3হারুনের এই পুত্রেরা অভিষিক্ত ইমাম এবং পবিত্রকরণ দ্বারা ইমামের কাজে নিযুক্ত হল। 4কিন্তু নাদব ও অবীহূ সিনাই মরুভূমিতে মাবুদের উদ্দেশে নাপাক আগুন উৎসর্গ করাতে মাবুদের সম্মুখে ইন্তেকাল করেছিল। তাদের সন্তান ছিল না; আর ইলিয়াসর ও ঈথামর তাদের পিতা হারুনের সাক্ষাতে ইমামের কাজ করতো।
লেবীয়দের উপরে অর্পিত ভার
5আর মাবুদ মূসাকে বললেন, 6তুমি লেবি-বংশকে এনে ইমাম হারুনের সম্মুখে উপস্থিত কর; তারা তার পরিচর্যা করবে; 7আর শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুর সম্মুখে তার ও সমস্ত মণ্ডলীর প্রতি তাদের কর্তব্য পালন করবে। 8আর শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুর সমস্ত দ্রব্য ও বনি-ইসরাইলদের প্রতি তাদের কর্তব্য পালন করবে। 9আর তুমি লেবীয়দেরকে হারুন ও তার পুত্রদের হাতে দেবে; বনি-ইসরাইলদের পক্ষে তাদেরকে সমপূর্ণভাবে দেওয়া হয়েছে। 10আর তুমি হারুন ও তার পুত্রদের নিযুক্ত করবে এবং তারা তাদের ইমাম-পদ রক্ষা করবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেউ এই কাজ করতে যাবে তার প্রাণদণ্ড হবে।
11আর মাবুদ মূসাকে বললেন, 12দেখ, বনি-ইসরাইলদের মধ্যে গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে। 13কেননা প্রথমজাত সকলে আমার; যেদিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি সেদিন মানুষ থেকে পশু পর্যন্ত ইসরাইলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করেছি; তারা আমারই হবে; আমি মাবুদ।
লেবীয়দের গণনা করা
14আর সিনাই মরুভূমিতে মাবুদ মূসাকে বললেন, 15তুমি লেবীয়দেরকে তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর। 16তখন মূসা যেমন হুকুম পেলেন, তেমনি মাবুদের হুকুম অনুসারে তাদেরকে গণনা করলেন। 17লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি। 18নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনের সন্তানদের নাম লিব্‌নি ও শিমিয়ি। 19আর নিজ নিজ গোষ্ঠী অনুসারে কহাতীয়দের নাম অম্রাম, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল। 20এবং নিজ নিজ গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।
21গের্শোন থেকে লিব্‌নি-গোষ্ঠী ও শিমিয়ি-গোষ্ঠী ও উৎপন্ন হল; এরা গের্শোনীয়দের গোষ্ঠী। 22এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষকে গণনা করলে এদের গণনা-করা লোক সংখ্যায় সাত হাজার পাঁচ শত জন হল। 23গের্শোনীয়দের গোষ্ঠীগুলো পশ্চিম দিকে শরীয়ত-তাঁবুর পশ্চাদ্ভাগে শিবির স্থাপন করতো। 24লায়েলের পুত্র ইলীয়াসফ গের্শোনীয়দের পিতৃকুলের নেতা ছিলেন। 25জমায়েত-তাঁবুর এ সব গের্শোনের সন্তানদের দায়িত্বের মধ্যে রইল— শরীয়ত-তাঁবু, তাঁবু, তাঁবুর আবরণ, 26জমায়েত-তাঁবুর দ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা, শরীয়ত-তাঁবুর ও কোরবানগাহের চারদিকের প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং সমস্ত সেবাকাজের জন্য দড়ি।
27কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হেবরনীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী। 28এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয় শত জন, এরা পবিত্র স্থানের রক্ষক। 29কহাতীয়দের সমস্ত গোষ্ঠী দক্ষিণ দিকে শরীয়ত-তাঁবুর পাশে সন্নিবেশিত হত। 30আর উষীয়েলের পুত্র ইলীষাফণ কহাতীয় গোষ্ঠীগুলোর পিতৃকুলের নেতা ছিলেন। 31আর এসব তাদের দায়িত্বের মধ্যে রইল— সিন্দুক, টেবিল, প্রদীপ-আসন, দু’টি কোরবানগাহ্‌, পবিত্র স্থানের পরিচর্যার সমস্ত পাত্র, পর্দা ও তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম। 32ইমাম হারুনের পুত্র ইলিয়াসর লেবীয়দের নেতৃবর্গের নেতা হয়ে পবিত্র স্থানের প্রতি কর্তব্য পালনকারীদের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।
33মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী। 34এক মাস ও তার চেয়েও বেশি বয়সের সমস্ত পুরুষ গণনা করলে তাদের সংখ্যা হল ছয় হাজার দুই শত। 35আর অবীহয়িলের পুত্র সূরীয়েল মরারি-গোষ্ঠীগুলোর পিতৃ-কুলের নেতা ছিলেন; তারা শরীয়ত-তাঁবুর উত্তর দিকে সমবেত হত। 36আর মরারীয়রা শরীয়ত-তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তার সমস্ত দ্রব্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম, 37আর প্রাঙ্গণের চারপাশের স্তম্ভগুলো ও তাদের চুঙ্গি, গোঁজ ও দড়ি এগুলো রক্ষা করবার কাজে নিযুক্ত হল।
38আর জমায়েত-তাঁবুর সম্মুখে পূর্ব পাশে, সূর্যোদয়ের দিকে, মূসা, হারুন ও তাঁর পুত্রদের শিবির স্থাপন করতে বলা হয়েছিল; তাঁরা বনি-ইসরাইলদের জন্য পবিত্রস্থানে যে পরিচর্যা হত তার দায়িত্ব পালন করতেন; কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত যে কোন ব্যক্তি তার কাছে গেলে, তাকে হত্যা করা হত।
39মূসা ও হারুন মাবুদের হুকুম অনুসারে লেবীয়দেরকে নিজ নিজ গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের গণনা-করা এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক পুরুষ মোট বাইশ হাজার জন হল।
প্রথমজাতদের মুক্তির মূল্য
40আর মাবুদ মূসাকে বললেন, তুমি বনি-ইসরাইলদের মধ্যে এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর। 41আমি মাবুদ, আমারই অধিকারার্থে তুমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; 42তাতে মূসা মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতকে গণনা করলেন; 43তাদের মধ্যে এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত প্রথমজাত পুরুষের নাম তালিকাভুক্ত করা হল যাদের সংখ্যা বাইশ হাজার দুই শত তেয়াত্তর জন।
44আর মাবুদ মূসাকে বললেন, 45তুমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দের ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হবে; 46আমি মাবুদ; আর বনি-ইসরাইলদের প্রথমজাতদের মধ্যে লেবীয়দের সংখ্যার অতিরিক্ত যে দুই শত তিয়াত্তরজন মুক্তিযোগ্য লোক, 47তাদের একেক জনের জন্য পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাঁচ শেকল নেবে; বিশ গেরাতে এক শেকল হয়। 48আর তাদের সংখ্যার অতিরিক্ত সেই মুক্তিযোগ্য লোকদের মূল্য তুমি হারুন ও তার পুত্রদের দেবে। 49তাতে লেবীয়দের দ্বারা মুক্ত লোক ছাড়া যারা অবশিষ্ট থাকলো, তাদের মুক্তির মূল্য মূসা নিলেন। 50তিনি বনি-ইসরাইলদের প্রথমজাত লোক থেকে পবিত্র স্থানের শেকলের পরিমাণে এক হাজার তিন শত পঁয়ষট্টি (শেকল) রূপা নিলেন, 51মাবুদের কালাম অনুসারে মূসা সেই মুক্ত লোকদের রূপা নিয়ে হারুন ও তার পুত্রদেরকে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

Currently Selected:

শুমারী 3: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy