YouVersion Logo
Search Icon

ইউসা 12

12
হযরত মূসা কর্তৃক পরাজিত বাদশাহ্‌দের তালিকা
1জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে বনি-ইসরাইল দেশের যে দুই বাদশাহ্‌কে আক্রমণ করে তাঁদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোন পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে অবস্থিত সমস্ত অরাবা সমভূমি, এই দেশ অধিকার করেছিল, সেই দুই বাদশাহ্‌ এই: 2হিষবোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্‌ সীহোন; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর থেকে এবং অর্ধেক গিলিয়দ, অম্মোনীয়দের সীমা যব্বোক নদী পর্যন্ত, 3এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা সমভূমিতে, পূর্ব দিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা সমভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্ব দিকে এবং পিসগা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচ পর্যন্ত দক্ষিণ দেশে রাজত্ব করছিলেন। 4আর বাশনের বাদশাহ্‌ উজের অঞ্চল; তিনি অবশিষ্ট রফায়ীয় বংশোদ্ভূত ছিলেন এবং অষ্টারো ও ইদ্রিয়ীতে বাস করতেন; 5আর হর্মোণ পর্বতে সলখা এবং গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত সমস্ত বাশন দেশে এবং হিষবোনের সীহোন বাদশাহ্‌র সীমা পর্যন্ত অর্ধেক গিলিয়দ দেশে রাজত্ব করছিলেন। 6মাবুদের গোলাম মূসা ও বনি-ইসরাইল এদের আক্রমণ করেছিলেন এবং মাবুদের গোলাম মূসা সেই দেশ অধিকার হিসেবে রূবেণীয় ও গাদীয়দের এবং মানশার অর্ধেক বংশকে দিয়েছিলেন।
হযরত ইউসা কর্তৃক পরাজিত বাদশাহ্‌দের তালিকা
7জর্ডানের এপারে পশ্চিম দিকে লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ থেকে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত ইউসা ও বনি-ইসরাইল দেশের যে যে বাদশাহ্‌কে আঘাত করলেন ও ইউসা যাদের দেশ অধিকার হিসেবে নিজ নিজ বিভাগ অনুসারে ইসরাইলের বংশগুলোকে দিলেন, 8সেসব বাদশাহ্‌, অর্থাৎ পর্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা সমভূমি, পর্বত-পার্শ্ব, মরুভূমি ও দক্ষিণাঞ্চল-নিবাসী হিট্টিয়, আমোরীয়, কেনানীয়, পরীষীয়, হিব্বয় ও যিবূষীয় (সকল বাদশাহ্‌) এই এই। 9জেরিকোর এক জন বাদশাহ্‌, বেথেলের নিকটস্থ অয়ের এক জন বাদশাহ্‌, 10জেরুশালেমের এক জন বাদশাহ্‌, হেবরনের এক জন বাদশাহ্‌, 11যর্মূতের এক জন বাদশাহ্‌, লাখীশের এক জন বাদশাহ্‌, 12ইগ্লোনের এক জন বাদশাহ্‌, গেষরের এক জন বাদশাহ্‌, 13দবীরের এক জন বাদশাহ্‌, গেদরের এক জন বাদশাহ্‌, 14হর্মার এক জন বাদশাহ্‌, অরাদের এক জন বাদশাহ্‌, 15লিব্‌নার এক জন বাদশাহ্‌, অদুল্লমের এক জন বাদশাহ্‌, 16মক্কেদার এক জন বাদশাহ্‌, বেথেলের এক জন বাদশাহ্‌, 17তপূহের এক জন বাদশাহ্‌, হেফরের এক জন বাদশাহ্‌, 18অফেকের এক জন বাদশাহ্‌, লশারোণের এক জন বাদশাহ্‌, 19মাদোনের এক জন বাদশাহ্‌, হাৎসোরের এক জন বাদশাহ্‌, 20শিম্রোণ-মরোণের এক জন বাদশাহ্‌, অকষফের এক জন বাদশাহ্‌, 21তানকের এক জন বাদশাহ্‌, মগিদ্দোর এক জন বাদশাহ্‌, 22কেদশের এক জন বাদশাহ্‌, বাদশাহ্‌, কর্মিলস্থ যক্মিয়ামের এক জন বাদশাহ্‌, 23দোর পাহাড়ী এলাকায় অবস্থিত দোরের এক জন বাদশাহ্‌, গিলগলস্থ গোয়ীমের এক জন বাদশাহ্‌, 24তির্সার এক জন বাদশাহ্‌; মোট একত্রিশ জন বাদশাহ্‌।

Currently Selected:

ইউসা 12: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in