YouVersion Logo
Search Icon

আইউব 41

41
1তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলতে পার?
দড়ি দিয়ে তার জিহ্বা বাঁধতে পার?
2নলকাঠি দিয়ে কি তার নাক কি ফুঁড়তে পার?
বর্শা দিয়ে তার হনূ কি বিঁধতে পার?
3সে কি তোমার কাছে বহু ফরিয়াদ করবে,
বা তোমাকে কোমল কথা বলবে?
4সে কি তোমার সঙ্গে চুক্তি করবে?
তুমি কি তাকে নিয়ে চিরদিনের জন্য গোলাম করবে?
5পাখির সঙ্গে যেমন খেলা করে,
তেমনি কি তার সঙ্গে খেলা করবে?
তোমার যুবতীদের জন্য কি তাকে বেঁধে রাখবে?
6জেলের-দল কি তাকে দিয়ে ব্যবসা করবে?
অংশ অংশ করে কি বণিকদেরকে দেবে?
7তুমি কি তার চামড়া লোহার ফলা দিয়ে,
তার মাথা ধীবরের টেঁটা দিয়ে বিঁধতে পার?
8তোমার হাত তার উপরে রাখ;
যুদ্ধ স্মরণ কর, আর সেরকম করো না।
9দেখ, তাকে ধরবার প্রত্যাশা মিথ্যা;
তাকে দেখামাত্র লোকে কি পড়ে যায় না?
10তাকে জাগাবে, এমন সাহসী কেউ নেই;
তবে আমার সাক্ষাতে কে দাঁড়াতে পারে?
11কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো?
সমস্ত আসমানের নিচে সকলই আমার।
12তার অঙ্গের সম্বন্ধে আমি নীরব থাকব না,
তার বিপুল বল ও শরীরের সৌষ্ঠবের কথা বলবো।
13তার বর্ম কে খুলে দিতে পারে?
তার দন্তশ্রেণীদ্বয়ের মধ্যে কে যেতে পারে?
14তার মুখের কবাট কে খুলতে পারে?
তার দন্তাবলীর চারদিকে ত্রাস থাকে।
15তার মেরুদণ্ড ফলকশ্রেণীর মত শোভা পায়,
তা সীলমোহরের মত দৃঢ়ভাবে বন্ধ।
16সেসব পরস্পর এমন সংলগ্ন যে,
তার অন্তরালে বায়ু প্রবেশ করতে পারে না।
17সেসব পরস্পর সংযুক্ত, সেগুলো একত্র সংলগ্ন,
কিছুতেই আলাদা করা যায় না।
18তার হাঁচিতে আলো ছুটে বের হয়;
তার নয়ন প্রভাতের সূর্যরশ্মির মত।
19তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,
আগুনের ফুল্‌কি উৎপন্ন হয়।
20তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়,
যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া।
21তার নিশ্বাসে অঙ্গার জ্বলে উঠে,
তার মুখ থেকে আগুনের শিখা বের হয়।
22তার গ্রীবায় বল অবস্থিতি করে,
তার সম্মুখে ত্রাস নৃত্য করে।
23তার মাংসের ভাঁজ পরস্পর সংযুক্ত;
তা তার উপরে দৃঢ়ীভূত, সরতে পারে না।
24তার হৃৎপিণ্ড পাথরের মত দৃঢ়,
যাঁতার নিচের পাটের মত দৃঢ়।
25সে উঠলে বলবানেরাও উদ্বিগ্ন হয়,
ভষীণ ভয়ে হতবুদ্ধি হয়ে পড়ে।
26তলোয়ার দিয়ে তাকে আক্রমণ করলে কিছু হবে না,
বর্শা, তীর ও বল্লম বিফল হয়।
27সে লোহাকে নাড়ার মত,
পিত্তলকে পচা কাঠের মত জ্ঞান করে।
28ধনুর্বাণ তাকে তাড়াতে পারে না,
ফিঙ্গার পাথর তার কাছে যেন তুষ।
29সে গদাকে এক টুকরা খড়ের মতই মনে করে,
বর্শার শব্দে সে হাসে।
30তার তলদেশ শাণিত খোলার মত,
সে কাদার উপর দিয়ে কাঁটার মই চালায়।
31সে অগাধ পানিকে পাত্রের পানির মত ফোটায়।
সে সমুদ্রকে মলমের মত করে।
32তার পিছনে পথ চক্‌মক করে,
জলধির পাকা চুলের মত মনে হয়।
33দুনিয়াতে তার মত কিছুই নেই;
তাকে নির্ভীক করে নির্মাণ করা হয়েছে।
34সে যাবতীয় উচ্চবস্তু দর্শন করে,
যাবতীয় গর্বিত-সন্তানের বাদশাহ্‌ হয়।

Currently Selected:

আইউব 41: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy