YouVersion Logo
Search Icon

ইশাইয়া 9

9
আমাদের জন্য একটি শিশুর জন্ম
1কিন্তু যে দেশ আগে যাতনাগ্রস্ত ছিল, তার অন্ধকার আর থাকবে না; তিনি আগেকার দিনে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছজ্ঞান করেছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পথ, জর্ডানের তীরস্থ প্রদেশ, জাতিদের গালীলকে, গৌরবান্বিত করেছেন।
2যে জাতি অন্ধকারে ভ্রমণ করতো,
তারা মহা-আলো দেখতে পেয়েছে;
যারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করতো,
তাদের উপরে আলো উদিত হয়েছে।
3তুমি সেই জাতির বৃদ্ধি করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার সাক্ষাতে শস্য কাটার সময়ের মত আহ্লাদ করে, যেমন লুট ভাগ করার সময়ে লোকেরা উল্লসিত হয়। 4কারণ তুমি তার ভাড়ের জোয়াল, তার কাঁধের বাঁক, তার জুলুমবাজের দণ্ড ভেঙ্গে ফেলেছ, যেমন মাদিয়ানের দিনে করেছিলে। 5বস্তুত তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে ভেজা কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তা আগুনের খাদ্য হবে।
6কারণ একটি বালক আমাদের জন্য জন্মেছেন,
একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে;
আর তাঁরই কাঁধের উপরে কর্তৃত্বভার থাকবে
এবং তাঁর নাম হবে ‘আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী আল্লাহ্‌, নিত্যস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্‌’।
7দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধির
ও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় করা হয়,
ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে,
এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
বাহিনীগণের মাবুদের গভীর আগ্রহ তা সম্পন্ন করবে।
এহুদার ভাবী-দণ্ড বিষয়ক কথা
8প্রভু ইয়াকুবের কাছে একটি নির্দেশ প্রেরণ করেছেন, তা ইসরাইলের উপর পড়েছে। 9আর দেশের সমস্ত লোক, আফরাহীম ও সামেরিয়া নিবাসীরা, তা জানতে পারবে; তারা অহংকারে ও অন্তরের গর্বে বলছে,
10ইটগুলো পড়ে গেছে বটে,
কিন্তু আমরা মসৃণ করা প্রস্তরে গাঁথব;
ডুমুর কাঠগুলো কাটা গেছে বটে,
কিন্তু আমরা তার পরিবর্তে এরস কাঠ দেব।
11অতএব মাবুদ রৎসীনের বিপক্ষদলকে তার বিরুদ্ধে উচ্চে স্থাপন করবেন ও তার দুশমনদেরকে উত্তেজিত করবেন;
12অরাম সম্মুখে ও ফিলিস্তিনীরা পিছনে;
তারা হা করে ইসরাইলকে গ্রাস করবে
এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,
কিন্তু তাঁর হাত এখনও বাড়ানো রয়েছে।
13তবুও যিনি লোকদেরকে প্রহার করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসে নি, বাহিনীগণের মাবুদের খোঁজ করে নি। 14এজন্য মাবুদ ইসরাইলের মাথা ও লেজ, খেজুরের ডাল ও নল-খাগড়া এক দিনেই কেটে ফেলবেন; 15প্রাচীন ও সম্মানিত লোক সেই মাথা এবং মিথ্যা শিক্ষা-দায়ী নবী সেই লেজ। 16কারণ এই জাতির পথপ্রদর্শকেরাই এদেরকে বিপথে চালায় এবং যারা তাদের দ্বারা চালিত হয়, তারা সংহারিত হচ্ছে।
17এজন্য প্রভু তাদের যুবকগণে আনন্দ করবেন না,
এবং তাদের এতিম ও বিধবাদেরকে রহম করবেন না;
কেননা তারা সকলে আল্লাহ্‌বিহীন ও দুরাচার
এবং প্রত্যেক মুখ নাফরমানীর কথা বলে।
এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,
কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।
18বাস্তবিক নাফরমানী আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ ও কাঁটাবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলে ওঠে, তা ঘূর্ণায়মান ঘন ধোঁয়ার স্তম্ভ হয়ে ওঠে। 19বাহিনীগণের মাবুদের ক্রোধে দেশ ঝলসানো এবং লোকেরা যেন আগুনের খাদ্য হয়েছে; কেউ আপন ভাইয়ের প্রতি মমতা করে না। 20কেউ ডান পাশে যা আছে তা গ্রাস করে, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাম পাশে যা আছে তা খায়, কিন্তু তৃপ্ত হয় না; প্রত্যেক জন নিজ নিজ বাহুর মাংস ভোজন করে; 21মানশা আফরাহীমকে ও আফরাহীম মানশাকে এবং উভয়ে একসঙ্গে এহুদাকে আক্রমণ করে;
এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,
কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।

Currently Selected:

ইশাইয়া 9: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in