YouVersion Logo
Search Icon

উযায়ের 2

2
প্রথম প্রত্যাগত ইহুদীদের তালিকা
1যারা বন্দীরূপে নীত হয়েছিল, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এসব লোক বন্দীদশা থেকে যাত্রা করে জেরুশালেম ও এহুদাতে নিজের নিজের নগরে ফিরে এল; 2এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়া, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগ্‌বয়, রহূম ও বানা, এঁদের সঙ্গে ফিরে এল। সেই ইসরাইল লোকদের পুরুষ-সংখ্যা হল: 3পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন। 4শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন। 5আরহের সন্তান সাত শত পঁচাত্তর জন। 6যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই হাজার আটশো বারো জন। 7এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন। 8সত্তূর সন্তান নয়শো পঁয়তাল্লিশ জন। 9সক্কয়ের সন্তান সাত শত ষাট জন। 10বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন। 11বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন। 12অস্‌গদের সন্তান এক হাজার দুই শত বাইশ জন। 13অদোনীকামের সন্তান ছয় শত ছেষট্টি জন। 14বিগ্‌বয়ের সন্তান দুই হাজার ছাপ্পান্ন জন। 15আদীনের সন্তান চারশো চুয়ান্ন জন। 16যিহিস্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন। 17বেৎসয়ের সন্তান তিন শত তেইশ জন। 18যোরাহের সন্তান এক শত বারো জন। 19হশুমের সন্তান দুই শত তেইশ জন। 20গিব্বরের সন্তান পঁচানব্বই জন। 21বেথেলহেমের সন্তান এক শত তেইশ জন। 22নটোফার লোক ছাপ্পান্ন জন। 23অনাথোতের লোক এক শত আটাশ জন। 24অস্‌মাবতের সন্তান বিয়াল্লিশ জন। 25কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের সন্তান সাত শত তেতাল্লিশ জন। 26রামার ও গেরার সন্তান ছয় শত একুশ জন। 27মিক্‌মসের লোক এক শত বাইশ জন। 28বেথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন। 29নবোর সন্তান বাহান্ন জন। 30মগ্‌বীশের সন্তান এক শত ছাপ্পান্ন জন। 31অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন। 32হারীমের সন্তান তিন শত বিশ জন। 33লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন। 34যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন। 35সনায়ার সন্তান তিন হাজার ছয় শত ত্রিশ জন।
36ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শো তিয়াত্তর জন। 37ইম্মেরের সন্তান এক হাজার বাহান্ন জন। 38পশ্‌হূরের সন্তান এক হাজার দুই শত সাতচল্লিশ জন। 39হারীমের সন্তান এক হাজার সতের জন।
40লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন। 41গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন। 42দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কুরের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।
43নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান, 44টব্বায়োতের সন্তান, কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান, 45লবানার সন্তান, হগাবের সন্তান, অক্কূবের সন্তান, 46হাগবের সন্তান, শম্‌লয়ের সন্তান, 47হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান, 48রায়ার সন্তান, রৎসীনের সন্তান, 49নকোদের সন্তান, গসমের সন্তান, উষের সন্তান, পাসেহের সন্তান, বেষয়ের সন্তান, 50অস্নার সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষীমের সন্তান; 51বক্‌বুকের সন্তান, হকূফার সন্তান, 52হর্হূরের সন্তান, বসলূতের সন্তান, 53মহীদার সন্তান, হর্শার সন্তান, বর্কোসের সন্তান, 54সীষরার সন্তান, তেমহের সন্তান, নৎসীহের সন্তান, হটীফার সন্তানেরা।
55সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান; 56যালার সন্তান, দর্কোনের সন্তান, 57গিদ্দেলের সন্তান, শফটিয়ের সন্তান, হটীলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমীর সন্তানেরা।
58নথীনীয়েরা ও সোলায়মানের গোলামদের সন্তানবর্গ সর্বসুদ্ধ তিন শত বিরানব্বই জন।
59আর তেল্‌-মেলহ, তৈল হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত সমস্ত লোক এল, কিন্তু তারা ইসরায়েল কি না, এই বিষয়ে নিজের নিজের পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারল না; 60দলায়ের সন্তান, টোবিয়ের সন্তান, নকোদের সন্তান ছয় শত বাহান্ন জন। 61আর ইমাম-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক জন কন্যাকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল। 62খান্দাননামায় গণনা-করা লোকদের মধ্যে এরা নিজের নিজের খানন্দাননামা খোঁজ করে পেল না, এজন্য তারা নাপাক বলে ইমামদের পদ থেকে বাদ পড়লো। 63আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক জন ইমাম উৎপন্ন না হবে, সেই পর্যন্ত তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করো না।
64একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল। 65তা ছাড়া তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম-বাঁদী ছিল, আর তাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল। 66তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া, দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর, 67চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত বিশটি গাধা ছিল।
68পরে পিতৃকুলপতিদের মধ্যে কয়েক জন লোক মাবুদের জেরুশালেমের গৃহের স্থানে আসলে আল্লাহ্‌র সেই গৃহ স্বস্থানে স্থাপনের জন্য ইচ্ছাপূর্বক দান করলো। 69তারা যার যার সামর্থ্য অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি হাজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও ইমামদের জন্য এক শত কোর্তা দিল।
70পরে ইমাম, লেবীয় ও অন্য কোন কোন লোক এবং গায়ক, দ্বারপাল ও নথীনীয়েরা নিজের নিজের নগরে এবং সমস্ত ইসরাইল যার যার নগরে বাস করতে লাগল।

Currently Selected:

উযায়ের 2: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy