ইহিস্কেল 30
30
মিসরের জন্য বিলাপ
1আবার মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 2হে মানুষের সন্তান, ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা হাহাকার করে বল, ‘হায়! সে কেমন দিন!’ 3কারণ সেই দিন নিকটবর্তী, হ্যাঁ, মাবুদের দিন, সেই মেঘময় দিন নিকটবর্তী; তা জাতিদের ধ্বংসে দিন হবে। 4মিসরে তলোয়ার প্রবেশ করবে ও ইথিওপিয়ায় যাতনা হবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা মরে পড়ে থাকবে, তার জনগণ নীত হবে ও তার ভিত্তিমূলগুলো উৎপাটিত হবে। 5ইথিওপিয়া, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তলোয়ারের আঘাতে মারা পড়বে।
6মাবুদ এই কথা বলেন, যারা মিসরের স্তম্ভস্বরূপ, তারাও ধ্বংস হবে এবং তার পরাক্রমের গর্ব খর্ব হবে; সেখানে মিগ্দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন। 7তারা ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর মধ্যে ধ্বংস হবে এবং দেশের সকল নগর উচ্ছিন্ন নগরগুলোর মধ্যে থাকবে।
8যখন আমি মিসরে আগুন লাগাই এবং তার সহকারীরা সকলে চুরমার হয়ে যাবে তখন তারা জানবে যে, আমিই মাবুদ।
9সেদিন নিশ্চিন্ত ইথিওপিয়াকে ভয় দেখাবার জন্য দূতেরা নৌকাযোগে আমার কাছ থেকে বের হবে, তাতে মিসরের ধ্বংসের দিনে যেমন হয়েছিল, তেমনি তাদের মধ্যে যাতনা হবে; বস্তুত দেখ, তা আসছে।
10সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাত দিয়ে মিসরের লোকারণ্য শেষ করবো। 11সে এবং তার লোকদের, জাতিদের মধ্যে সেই পরাক্রমশালী লোকদেরকে দেশ বিনাশ করবার জন্য আনা হবে এবং মিসরের বিরুদ্ধে তারা তলোয়ার কোষমুক্ত করবে ও মৃত দেহের দ্বারা দেশ পূর্ণ করবে। 12আর আমি স্রোতগুলোকে শুকনো স্থান করবো, দেশকে দুর্বৃত্তদের হাতে বিক্রি করবো ও বিদেশীদের হাত দিয়ে দেশ ও সেখানকার সবকিছুই ধ্বংস করবো; আমি মাবুদ এই বললাম।
13সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি মূর্তিগুলো বিনষ্ট করবো, নোফ থেকে অবস্তু-মূর্তিগুলো শেষ করবো, মিসর দেশ থেকে কোন নেতা আর উৎপন্ন হবে না এবং আমি মিসর দেশে ভয় জন্মাব। 14আর আমি পথ্রোষকে ধ্বংস করবো, সোয়নে আগুন লাগাব ও নো-নগরে বিচারসিদ্ধ দণ্ড দেব। 15আর মিসরের বলস্বরূপ সীনের উপরে আমার গজব ঢেলে দেব ও নো-নগরের জনগণকে মুছে ফেলব। 16আমি মিসরে আগুন লাগাব; যাতনাতে সীন ছট্ফট্ করবে, নো-নগর ভেঙ্গে ফেলা হবে এবং নোফে বিপক্ষ লোকেরা দিনমানে আসবে। 17আবেন ও পী-বেশতের যুবকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে এবং সেসব পুরী বন্দীদশায় গমন করবে। 18আর তফন্হেষে দিন অন্ধকার হয়ে যাবে, কেননা তখন সেই স্থানে আমি মিসরের জোয়ালগুলো ভেঙ্গে ফেলবো; তাতে তার মধ্যে তার পরাক্রমের ছটা শেষ হবে; সে নিজে নিজেই মেঘাচ্ছন্ন হবে ও তার কন্যারা বন্দীদশায় যাবে। 19এভাবে আমি মিসরকে বিচারসিদ্ধ দণ্ড দেব, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
ফেরাউনের বিরুদ্ধে বাণী
20একাদশ বছরের প্রথম মাসের সপ্তম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 21হে মানুষের সন্তান, আমি মিসরের বাদশাহ্ ফেরাউনের বাহু ভেঙ্গেছি, আর দেখ, সুস্থ হবার জন্য তা পটি দিয়ে বাঁধা হয় নি, যাতে তলোয়ার ধারণের উপযুক্ত শক্তি পায়। 22এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি মিসরের বাদশাহ্ ফেরাউনের বিপক্ষ, আমি তার বলবান ও ভাঙ্গা উভয় বাহু ভেঙ্গে ফেলবো এবং তার হাত থেকে তলোয়ার ফেলে দেব। 23আর আমি মিসরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব। 24আর আমি ব্যাবিলনের বাদশাহ্র বাহু বলবান করবো ও তারই হাতে আমার তলোয়ার দেব; কিন্তু ফেরাউনের বাহু ভেঙ্গে ফেলবো, তাতে সে ওর সাক্ষাতে আহত লোকের মত কাতরোক্তি করবে। 25আর আমি ব্যাবিলনের বাদশাহ্র বাহু বলবান করবো, কিন্তু ফেরাউনের বাহু ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে আমার তলোয়ার দেব এবং সে মিসর দেশের বিরুদ্ধে তা চালনা করবে। 26আর আমি মিসরীয়দেরকে জাতিদের মধ্য ছিন্নভিন্ন ও নানাদেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Currently Selected:
ইহিস্কেল 30: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013