ইহিস্কেল 27
27
টায়ারের জন্য শোক প্রকাশ
1আবার মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 2হে মানুষের সন্তান, তুমি টায়ারের বিষয়ে মাতম কর। 3টায়ারকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনী, অনেক উপকূলবর্তী জাতিদের বণিক, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে টায়ার, তুমি বলছো, আমি পরমাসুন্দরী। 4সমুদ্রগুলোর মধ্যস্থলে তোমার স্থান আছে; তোমার নির্মাণকারীরা তোমাকে সৌন্দর্যময়ী করেছে। 5তারা সনীরীয় দেবদারু কাঠ দিয়ে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করেছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করার জন্য লেবানন থেকে এরস গাছ এনেছে। 6তারা বাশন দেশীয় অল্লোন গাছ থেকে তোমার দাঁড় প্রস্তুত করেছে; সাইপ্রাস উপকূলগুলো থেকে আনা তাশূর কাঠ দিয়ে খচিত হাতির দাঁত দ্বারা তোমার পাটাতন নির্মাণ করেছে। 7তোমার নিশান হবার জন্য মিসর দেশ থেকে আনা সূচী-কর্মে চিত্রিত মসীনা-কাপড় তোমার পাল ছিল; ইলীশার উপকূলগুলো থেকে আনা নীল ও বেগুনী কাপড় ছিল তোমার আচ্ছাদন। 8সিডন ও অর্বদ-নিবাসীরা তোমার দাঁড়ী ছিল; হে টায়ার, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার নাবিক ছিল। 9গবালের প্রাচীনবর্গরা ও জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার মেরামতের মিস্ত্রি ছিল। সমুদ্রগামী সমস্ত জাহাজ ও তাদের নাবিকরা তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করার জন্য তোমার মধ্যে ছিল। 10পারস্য, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত; তারাই তোমার শোভা সমপাদন করেছে। 11অর্বদের লোক তার সৈন্যসামন্তের সঙ্গে চারদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সকল উচ্চগৃহে ছিল, তারা চারদিকে তোমার প্রাচীরে তাদের ঢাল টাঙ্গিয়ে রাখত; তারাই তোমাকে নিখুঁত সৌন্দর্যের অধিকারী করেছে।
12সমস্ত রকম ধনের প্রাচুর্যের দরুন তর্শীশ তোমার বণিক ছিল; তারা রূপা, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার পণ্য পরিশোধ করতো। 13গ্রীস, তূবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তারা কেনা-গোলাম ও তৈজসপত্র দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করতো। 14বৈৎ-তোগর্মের লোকেরা ঘোটক, যুদ্ধের ঘোড়া ও খচ্চর এনে তোমার পণ্যের মূল্য পরিশোধ করতো। 15দদানের লোকেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হাট ছিল; তারা হাতির দাতের শিং ও আব্লুস কাঠ তোমার মূল্য হিসেবে আনত। 16তোমার তৈরি প্রচুর দ্রব্যের দরুন অরাম তোমার বণিক ছিল; সেখানকার লোকেরা তাম্রমণি, বেগুনে ও বুটিদার কাপড়, মসীনার কাপড় এবং প্রবাল ও পদ্মরাগমণি দিয়ে তোমার পণ্যের মূল্য পরিশোধ করতো। 17এহুদা এবং ইসরাইল-দেশ তোমার ব্যবসায়ী ছিল; সেখানকার লোকেরা মিন্নীতের গম, পক্কান্ন, মধু, তেল ও ওষুধ দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করতো। 18সমস্ত রকমের প্রচুর ধন-সম্পদের কারণে ও তোমার নির্মিত দ্রব্যের প্রাচুর্যের জন্য দামেস্ক তোমার বণিক ছিল, সেখানকার লোকেরা হিল্বোনের আঙ্গুর-রস ও শুভ্র ভেড়ার লোম আনত। 19বদান ও গ্রীস উষল থেকে এসে তোমার পণ্যের মূল্য পরিশোধ করতো; তোমার বিনিময় যোগ্য দ্রব্যের মধ্যে পিটানো লোহা, দারচিনি ও দারুচিনি থাকতো। 20দদান রথে বিছাবার গালিচা সম্বন্ধে তোমার ব্যবসায়ী ছিল। 21আরব এবং কায়দারের নেতৃবর্গরা সকলে তোমার অধীনস্ত বণিক ছিল, ভেড়ার বাচ্চা, ভেড়া ও ছাগ, এসব বিষয়ে তারা তোমার বণিক ছিল। 22সাবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সমস্ত রকম শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সমস্ত রকম বহুমূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পণ্য পরিশোধ করতো। 23হারণ, কন্নী, এদন, সাবার এই ব্যবসায়ীরা এবং আশেরিয়া ও কিল্মদ তোমার ব্যবসায়ী ছিল। 24এরা তোমার ব্যবসায়ী ছিল; এরা অপূর্ব পোশাক এবং নীল রংয়ের ও বুটিদার কাপড় ও শিল্পীত পোশাক, দড়িতে বাঁধা এরস কাঠের সিন্দুকে করে, তোমার বিক্রয় স্থানে আনয়ন করতো। 25তর্শীশের জাহাজগুলো দ্রব্য-বিনিময়ে তোমার কাফেলা ছিল; এভাবে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগুলোর মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।
26তোমার দাঁড়ীরা তোমাকে গভীর পানিতে নিয়ে গেছে; পূর্বীয় বায়ু সমুদ্রগুলোর মধ্যস্থলে তোমাকে ভেঙ্গে ফেলেছে। 27তোমার ধন, তোমার পণ্য দ্রব্যগুলো, তোমার বিনিময়যোগ্য দ্রব্যগুলো, তোমার নাবিকরা, তোমার কর্ণধারেরা, তোমার জাহাজ মেরামতের মিস্ত্রি ও দ্রব্য বিনিময়কারীরা এবং তোমার মধ্যবর্তী সমস্ত যোদ্ধা তোমার মধ্যস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিনে সমুদ্রগুলোর মাঝখানে ডুবে যাবে। 28তোমার কর্ণধারদের ক্রন্দনের শব্দে উপনগরগুলো কেঁপে উঠবে। 29আর সমস্ত দাঁড়ী, নাবিকরা, সমুদ্রগামী সমস্ত কর্ণধার নিজ নিজ জাহাজ থেকে নেমে স্থলে দাঁড়াবে, 30তোমার জন্য চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি, নিজ নিজ মাথায় ধূলা দেবে ও ভস্মে গড়াগড়ি দেবে। 31আর তারা তোমার জন্য মাথা মুণ্ডন করবে ও কোমরে চট বাঁধবে এবং তোমার জন্য মনের দুঃখে কান্না সহকারে তীব্র মাতম করবে। 32আর তারা শোক করে তোমার জন্য মাতম করবে, তোমার বিষয়ে এই বলে মাতম করবে, ‘কে সমুদ্রের মধ্যস্থানে ধ্বংস হয়ে যাওয়া টায়ারের সঙ্গে তুলনীয়? 33যখন সমুদ্রগুলো থেকে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে তৃপ্ত করতে; তোমার ধন ও প্রচুর বিনিময়-যোগ্য দ্রব্যের দরুন তুমি দুনিয়ার বাদশাহ্দেরকে ধনী করতে। 34এখন তুমি সমুদ্র দ্বারা গভীর পানিতে ভেঙ্গে গেলে তোমার বিনিমেয় দ্রব্য ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে ডুবে গেল। 35উপকূল-নিবাসীরা সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের বাদশাহ্রা ভীষণ ভয় পেয়েছে, ভয়ে তাদের মুখ শুকিয়ে গিয়েছে। 36জাতিদের মধ্যবর্তী বণিকরা তোমার বিষয়ে শিস দেয়; তুমি ত্রাসস্বরূপ হলে এবং তুমি চিরকালের জন্য শেষ হয়ে যাবে।’
Currently Selected:
ইহিস্কেল 27: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013