YouVersion Logo
Search Icon

শলোমনের পরমগীত 6

6
নারীর প্রতি জেরুশালেমের নারীদের উক্তি
1রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা,
তোমার প্রেমিক কোথায় গেছে?
তোমার প্রিয়তম কোন দিকে গেছে?
আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি।
জেরুশালেমের নারীদের প্রতি তার উত্তর
2আমার প্রিয়তম
তার মশলার বাগানে গিয়েছে।
সে তার বাগানে ঘুরে বেড়াতে
ও পদ্ম ফুল তুলতে গেছে।
3আমি একমাত্র আমার প্রেমিকের
এবং আমার প্রেমিক একমাত্র আমারই।
সে পদ্ম বনে ঘুরে বেড়ায়।
তার প্রতি পুরুষের উক্তি
4হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর,
জেরুশালেমের মত মনোরম,
দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর।
5আমার দিকে চেয়ে দেখো না!
তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়!
তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে
নেমে আসা একদল ছাগলের মত।
6তোমার দাঁতগুলো সদ্য স্নাত ছাগীর মত।
তারা প্রত্যেকেই যমজ বৎস জন্ম দিয়েছে
এবং একটা মেষও তার শাবককে হারায় নি।
7তোমার গণ্ডদেশ ডালিম ফলের
দুটি আধখানা টুকরোর মতো।
8ষাট জন রাণী বা 80 জন উপপত্নী থাকতে পারে,
এমনকি অগণিত তরুণীরাও থাকতে পারে,
9কিন্তু আমার পরিপূর্ণা,
আমার কপোতী অদ্বিতীয়া।
সে তার মায়ের কাছে অনন্যা,
যে তাকে জন্ম দিয়েছিল তার সব থেকে প্রিয় সন্তান!
যুবতী রমণীরা তার দিকে চেয়ে দেখে এবং তার রূপের প্রশংসা করে।
শুধু তাই নয়, রাণীরা এবং উপপত্নীরাও তার প্রশংসা করে।
নারীরা তার প্রশংসা করে
10ঐ তরুণী মেয়েটি কে?
মেয়েটি ভোরের আভার মতই উজ্জ্বল।
সে চাঁদের মত সুন্দর।
সে সূর্যের মত উজ্জ্বল।
সে শোভাযাত্রার তারাদের মত সম্ভ্রান্ত।
নারীর উক্তি
11উপত্যকার ফল দেখতে
আমি আখরোটের বাগানে গেলাম,
দেখতে গেলাম দ্রাক্ষাক্ষেতে
অথবা ডালিমগাছে ফল ধরেছে কিনা।
12আমি নিজেও জানতাম না যে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিয়েছে।
জেরুশালেমের কন্যারা তাকে বললো
13ফিরে এসো, ফিরে এসো শূলম্মীয়!#6:13 শূলম্মীয় অথবা “শূলমিথ।” শব্দটি “শলোমন” শব্দের স্ত্রীলিঙ্গ হতে পারে। এর অর্থ হতে পারে সে শলোমনের পত্নী ছিল বা হবে। এই নামটির অর্থ, “নিখুঁত শান্তিতে” অথবা “শূনেম থেকে স্ত্রীলোকও হতে পারে।”
ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা তোমায় চেয়ে দেখতে পারি।
শূলম্মীয়ের দিকে তুমি কেন তাকিয়ে দেখ?
সে যে মহনয়িমে বিজয় নৃত্যে মগ্ন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy