YouVersion Logo
Search Icon

গীত 28

28
গীত 28
দাউদের গীত।
1তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি;
তুমি আমার শৈল,
তুমি আমার প্রতি বধির হোয়ো না।
কারণ তুমি যদি নীরব থাকো,
আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।
2যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি,
যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে
আমি হাত তুলি
তুমি আমার বিনতি শ্রবণ করো।
3দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে,
আমাকে টেনে নিয়ো না,
ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে
অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।
4তুমি তাদের কাজের ফল দান করো
তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও;
তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও
এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।
5সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে
সেইসব তারা সমাদর করে না,
তাই তিনি তাদের ধ্বংস করবেন
এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।
6সদাপ্রভুর প্রশংসা হোক,
কারণ তিনি আমার বিনতি শুনেছেন।
7সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
8সদাপ্রভু তাঁর লোকদের শক্তি,
তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।
9তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো;
তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।

Currently Selected:

গীত 28: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in