YouVersion Logo
Search Icon

নহূম 3

3
ধিক্ নীনবী!
1ধিক্ সেই রক্তপাতকারী নগর,
যা মিথ্যায় পরিপূর্ণ,
যা লুঠতরাজে পরিপূর্ণ,
যেখানে কখনোই ক্ষতিগ্রস্তের অভাব হয় না!
2চাবুকের জোরালো শব্দ,
চাকার ঝনঝনানি,
দ্রুতগতি ঘোড়ার ক্ষুরের শব্দ
ও ধুলো ওড়ানো রথের শব্দ!
3অশ্বারোহী সৈন্যদলের আক্রমণ!
তরোয়ালের ঝলকানি
ও বর্শার ঝনঝনানি!
প্রচুর মানুষের মৃত্যু,
মৃতদেহের স্তূপ,
অসংখ্য মৃতদেহ,
মানুষজন শবে হোঁচট খায়—
4এসবই সেই এক বেশ্যার উচ্ছৃঙ্খল লালসার,
লোভনীয়, ডাকিনীবিদ্যায় নিপুণ মহিলার কারণে হয়েছে,
যে তার বেশ্যাবৃত্তি দ্বারা জাতিদের
এবং তার জাদুবিদ্যা দ্বারা মানুষজনকে বন্দি করে রেখেছে।
5“আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন।
“আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব।
আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব
ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব।
6আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব,
আমি তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখব
এবং তোমাকে এক প্রদর্শনীতে পরিণত করব।
7যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে,
‘নীনবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে—তার জন্যে কে বিলাপ করবে?’
তোমাকে সান্তনা দেওয়ার জন্য আমি কোথায় লোক খুঁজে পাব?”
8তুমি কি সেই থিব্‌সের চেয়ে শ্রেষ্ঠ,
যা নীলনদের তীরে অবস্থিত,
ও যার চতুর্দিক জলে ঘেরা?
নদী তার সুরক্ষাবলয়,
জলরাশি তার প্রাচীর ছিল।
9কূশ#3:9 অর্থাৎ, নীলনদের উচ্চতর এলাকা ও মিশর ছিল তার অপার শক্তি;
পূট ও লিবিয়া তার মিত্রশক্তির মধ্যে গণ্য হত।
10তাও তাকে বন্দি করা হল
ও সে নির্বাসনে গেল।
তার শিশু সন্তানদের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে
ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্নভিন্ন করা হল।
তার গণ্যমান্য লোকদের জন্য গুটিকাপাত করা হল,
এবং তার সব মহান লোককে শিকল দিয়ে বাঁধা হল।
11তুমিও মাতাল হয়ে যাবে;
তুমি আত্মগোপন করবে
ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য আশ্রয়স্থল খুঁজবে।
12তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো,
যেগুলির ফল পাকতে চলেছে;
যখন সেগুলিকে নাড়ানো হয়,
তখন ডুমুরগুলি ভক্ষকদের মুখে গিয়ে পড়ে।
13তোমার সৈন্যদলের দিকে তাকাও—
তারা সবাই দুর্বল প্রাণী।
তোমার দেশের প্রবেশদ্বারগুলি
তোমার শত্রুদের জন্য হাট করে খুলে রাখা হয়েছে;
তোমার ফটকের খিলগুলি আগুন গ্রাস করে নিয়েছে।
14অবরোধকালের জন্য জল তুলে রাখো,
তোমার দুর্গগুলি অভেদ্য করো!
কাদা মেখে রাখো,
চুন বালির মিশ্রণ তৈরি করো,
ইটের গাঁথনি মেরামত করো!
15সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে;
তরোয়াল তোমাকে কেটে ফেলবে—
সেগুলি তোমাকে পঙ্গপালের ঝাঁকের মতো গিলে খাবে।
গঙ্গাফড়িং-এর মতো সংখ্যায় বৃদ্ধি পাও,
পঙ্গপালের মতো সংখ্যায় বৃদ্ধি পাও!
16তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ
যতক্ষণ না তারা আকাশের তারাদের চেয়েও সংখ্যায় বেশি হয়েছে,
কিন্তু পঙ্গপালের মতো তারা দেশকে ন্যাড়া করে দেয়
ও পরে উড়ে চলে যায়।
17তোমার রক্ষীবাহিনী পঙ্গপালের মতো,
তোমার কর্মকর্তারা পঙ্গপালের সেই ঝাঁকের মতো
যা এক শীতল দিনে প্রাচীরের উপর এসে বসে—
কিন্তু যখন সূর্য ওঠে তখন তারা উড়ে চলে যায়,
ও কেউ জানে না তারা কোথায় যায়।
18হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা#3:18 অর্থাৎ, শাসনকর্তারা তন্দ্রাচ্ছন্ন হয়েছে;
তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে।
তোমার প্রজারা পর্বতমালায় ছিন্নভিন্ন হয়ে আছে
ও তাদের একত্রিত করার কেউ নেই।
19কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না;
তোমার আঘাতটি মারাত্মক।
যতজন তোমার খবর শোনে
তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়,
যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ
কে না পেয়েছে?

Currently Selected:

নহূম 3: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy