সখরিয় 3
3
চতুর্থ দানঃ প্রধান পুরোহিতের বিচার
1এর পর তিনি আমাকে দেখালেন, প্রধান পুরোহিত যিহোশূয় প্রভু পরমেশ্বরের দূতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শয়তান তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাঁর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে।#ইষ্রা 5:2; প্রকা 12:10 2প্রভু পরমেশ্বরের দূত#3:2 একটি প্রাচীন অনুবাদ: পরমেশ্বর প্রভুর দূত। হিব্রু: পরমেশ্বর প্রভু শয়তানকে বললেন, শয়তান, প্রভু পরমেশ্বর তোমাকে বিরত করুন, জেরুশালেমের মানুষের উপর যাঁর বিশেষ ক্ষমতা, সেই প্রভু তোমাকে বিরত করুন। এই ব্যক্তিকে#3:2 ব্যক্তি: নির্বাসিত ইসরায়েল জাতির প্রতিনিধি। মরণের মুখ#3:2 মরণের মুখ: হিব্রু: আগুনের গ্রাস থেকে ছিনিয়ে আনা আধপোড়া কাঠের মত। থেকে ছিনিয়ে আনা হয়েছে।#যিহুদা 9
3যিহোশূয় তখন দূতের সামনে দাঁড়িয়ে ছিলেন। 4তাঁর পরণে ছিল ময়লা পোষাক। দূত তাঁর সেবকদের বললেন, এঁর গায়ের এই ময়লা পোষাক খুলে ফেল এবং যিহোশূয়কে বললেন, দেখ, আমি তোমার পাপ ধুয়ে দিয়েছি। আমি তোমাকে রাজবসন পরাব।
5আমি তখন বললাম, এঁর মাথায় পরানো হোক শুভ্র উষ্ণীয়। প্রভু পরমেশ্বরের দূতের সামনে তাঁর মাথার শুচিশুভ্র উষ্ণীষ দেওয়া হল এবং তাঁকে পরানো হল নতুন পোষাক।
6তারপর প্রভু পরমেশ্বরের দূত যিহোশূয়কে দৃঢ় নির্দেশ দিয়ে বললেন, 7সর্বাধিপতি প্রভু বলেছেনঃ তুমি যদি আমার নির্দেশিত পথে চল, আমি তোমাকে যে দায়িত্ব ভার দিয়েছি তা যদি পালন কর, তাহলে তুমি হবে আমার মন্দিরের প্রশাসক, তোমারই উপরে থাকবে আমার মন্দিরের সমস্ত দায়িত্বভার। তুমিও হবে আমার এই সেবকদের একজন। 8প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।#যির 23:5; 33:15; সখ 6:12 9যিহোশূয়ের সামনে যে প্রস্তর আমি স্থাপন করেছি তার সাতটি#3:9 পল: হিব্রু: চোখ। 4:5 পদের পরে 10খ থেকে 14 পদ পর্যন্ত পড়লে বক্তব্যের সাবলীলতা বজায় থাকে। পল আছে, আমি সেই প্রস্তরের উপরে খোদাই করব। সর্বাধিপতি প্রভু বলছেন একথা। আমি একদিনে এই দেশের অপরাধ মোচন করব। 10সর্বাধিপতি প্রভু বলেন, সেদিন তোমরা প্রত্যেকে ডুমুর গাছ আর দ্রাক্ষাকুঞ্জে ঘেরা আপন ঘরে নিশ্চিন্ত আনন্দে প্রতিবেশীদের ডেকে আনবে।#মীখা 4:4
Currently Selected:
সখরিয় 3: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.