সখরিয় 1
1
সখরিয়ের কাছে ঈশ্বরের আহ্বান
1সখরিয় ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র ছিলেন। পারস্য সম্রাট দারাউসের রাজত্বের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সখরিয়ের কাছে পরমেশ্বরের এই বাণী এল:#ইষ্রা 4:24—5:1; 6:14 2পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। 3তাদের বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলছেন, তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব। 4তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত হয়ো না। পূর্বকালে আমার নবীরা তাদের কাছে আমার বাণী ঘোষণা করেছিল। তাদের কুকর্ম ও কুপথ ছেড়ে ফিরে আসার কথা বলেছিল, কিন্তু তারা সে কথা শোনেনি, আমার কথায় তারা কান দেয়নি। 5তোমাদের পূর্বপুরুষেরা আজ কোথায়? নবীরা কি চিরজীবী? 6আমি আমার দাস নবীদের মাধ্যমে যে নির্দেশ ও অনুশাসন ব্যক্ত করেছিলাম তা সবই তোমাদের পিতৃপুরুষদের কাছে পৌঁছেছিল। তারা তখন অনুতাপ করে বলেছিল যে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের আচরণ ও ক্রিয়াকলাপ অনুযায়ী তাদের প্রতি যেমন ব্যবহার করা উচিত মনে করেছি তেমনিই করেছি।
বিভিন্ন দিব্যদর্শন ও তার ব্যাখ্যা প্রথম দর্শনঃ অশ্ব
7সম্রাট দারাউসের রাজত্বের ঐ বৎসরের একাদশ মাসে (অর্থাৎ শবাট মাসের চব্বিশ তারিখে) সখরিয়ের কাছে পরমেশ্বরের বাণী এল। 8আমি রাত্রে এক দর্শনে দেখলাম, লাল রং এর ঘোড়ায় চড়ে এক স্বর্গদূত গিরিখাতের চিরহরিৎ বৃক্ষরাজির মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর পিছনে ছিল লাল, ধূসর ও সাদা রং এর কয়েকটি ঘোড়া।#প্রকা 6:2-8 9আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এই ঘোড়াগুলির তাৎপর্য কি? তিনি বললেন, এদের তাৎপর্য আমি তোমাকে জানাচ্ছি। 10পরমেশ্বর এদের পৃথিবী পর্যটন করতে পাঠিয়েছেন।
11তখন সেই ঘোড়াগুলি স্বর্গদূতকে বলল, আমরা পৃথিবী পর্যটন করেছি, সারা পৃথিবী থমথমে হয়ে আছে।
12তিনি বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, জেরুশালেম ও যিহুদীয়ার নগরসমূহের উপর এই সত্তর বৎসর তুমি ক্রুদ্ধ হয়ে আছ। এদের প্রতি করুণা প্রদর্শন করতে তুমি আর কত বিলম্ব করবে?
13তখন পরমেশ্বর স্বর্গদূতকে অভয় দিলেন। 14স্বর্গদূত আমাকে বললেন, তুমি ঘোষণা কর যে সর্বাধিপতি প্রভু বলেছেন, জেরুশালেম আমার পবিত্র নগরী, তাকে আমি গভীরভাবে ভালবাসি। 15আর যে সব জাতি নিশ্চিন্তে কাল কাটাচ্ছে তাদের উপর আমি অত্যন্ত ক্রুদ্ধ, কারণ আমার ক্রোধ যখন অল্প ছিল তখন তারা আমার প্রজাদের আরও বেশী দুষ্কর্মে লিপ্ত করেছে। তাদের দুঃখ বাড়িয়েছে। 16তাই আমি পরম মমতায় জেরুশালেমে ফিরে এসেছি। জেরুশালেমকে জরীপ করা হবে, নতুন করে আমার মন্দির ও নগরী গড়ে উঠছে।
17তুমি আরও ঘোষণা কর, সর্বাধিপতি প্রভু বলেন, আমার নগরগুলি আবার সমৃদ্ধ সচ্ছল হয়ে উঠবে, প্রভু সিয়োনকে আবার সান্ত্বনা দান করবেন, জেরুশালেমকে মনোনীত করবেন।
দ্বিতীয় দর্শনঃ চারিটি শৃঙ্গ ও চারজন কর্মকার
18আর একটি দর্শনে আমি চারটি শৃঙ্গ দেখলাম। 19আমি তখন সেই স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, এগুলির অর্থ কি?
তিনি আমাকে বললেন, এইগুলি সেই সমস্ত জাতির প্রতীক যারা যিহুদীয়া, ইসরায়েল ও জেরুশালেমকে ছিন্নভিন্ন করেছে।
20এরপরে প্রভু আমাকে চারজন কর্মকারকে দেখালেন। 21আমি জিজ্ঞাসা করলাম, এরা কি করতে এসেছে?
তিনি বললেন, ঐ শৃঙ্গগুলি যিহুদীয়াকে এমনভাবে ছিন্নভিন্ন করেছিল যে কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। যে সব জাতি যিহুদীয়া দেশের এই দুর্দশা করেছিল তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি ও বিনাশ করার জন্যই ওরা এসেছে।
Currently Selected:
সখরিয় 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.