YouVersion Logo
Search Icon

ওবদিয় 1

1
ইদোম ও ইসরায়েল সম্পর্কে ভবিষ্যদ্বাণী ইদোমের শাস্তি
1প্রভু পরমেশ্বর দৈববাণী দিয়ে ওবদিয়কে ইদোম সম্পর্কে এই কথা বলেছিলেনঃ প্রস্তুত হও, যুদ্ধ ঘোষণা কর। দূতের মুখে জাতিবৃন্দের কাছে প্রেরিত তাঁর এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে জানালেনঃ
2দেখ, আমি তোমাকে জাতিবৃন্দের মাঝে করব নগণ্য,
তুমি হবে নিতান্ত অবজ্ঞার পাত্র।
3নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী,
পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ,
এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে।
তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী
করতে পারবে না।
4তুমি যদি ঈগলপাখির মত ঊর্ধ্বগামী হও,
যদি নক্ষত্রলোকে নীড় বাঁধ তাহলেও
সেখান থেকে তোমাকে আমি টেনে নামাব।#যিশা 34:5-17; 63:1-6; যির 49:7-22; যিহি 25:12-14; 35:1-15; আমোস 1:11-12; মালা 1:2-5
5রাতের বেলা চোর এলে তার যা ইচ্ছা তাই নিয়ে যায়।
লোকে আঙুর ফল তোলার সময় কিছু ফল থেকেই যায়।
হায়! শত্রুরা কিন্তু তোমার কিছুই বাকী রাখবে না।
6হে এষৌর বংশধর! তোমার সমস্ত সম্পদ লুণ্ঠিত হবে।
7তোমার মিত্রপক্ষের সকলেই তোমার সঙ্গে প্রতারণা করবে,
তোমাকে দেশছাড়া করবে। তোমার দলের লোকেরাই তোমাকে পরাস্ত করবে,
তোমার আপনজনেরাই তোমার জন্য ফাঁদ পাতবে,
কিন্তু তুমি ধরতে পারবে না তাদের চতুরতা।
8ইদোমের সেই শাস্তির দিনে ইদোমের
মনীষীদের আমি ধ্বংস করব,
লোপ করব তাদের বোধশক্তি।
9হে তেমান, তোমার বীরপুরুষেরা সেদিন
হবে আতঙ্কে বিহ্বল, নিহত হবে
ইদোমের সমস্ত লোক।
ইদোমের শাস্তির কারণ
10তোমার ভাইদের#1:10 ইসরায়েলীরা যাকোবের বংশধর এবং ইদোমীরা যাকোবের ভাই এষৌর বংশধর।—যাকোবের
বংশধরদের নির্যাতন করেছ বলে
তুমি ধ্বংস হবে, চূর্ণ হবে তোমার দর্প।
11যেদিন বিজাতীয়েরা তার সম্পদ লুণ্ঠন করেছিল
সেদিন তুমি দূরে দাঁড়িয়ে দেখেছিলে।
বিদেশীরা তার নগরগুলিতে প্রবেশ করেছিল,
জেরুশালেম দখল নিয়ে পাশা চেলেছিল,
তাদের চেয়ে তুমি কোন অংশেই কম নও।
12তোমার ভাইদের দুর্দিনে,
তাদের দুর্ভাগ্যের দিনে তোমার খুশী হওয়া
উচিত হয়নি। যিহুদীয়ার লোকদের ধ্বংসের দিনে
তোমার উল্লাস করা উচিত হয়নি,
সঙ্কটের দিনে তাদের উপহাস করা উচিত হয়নি।
13আমার প্রজাদের বিপদের সুযোগ নিয়ে
তাদের নগরে প্রবেশ করে তাদের দুর্দশায়
তোমার উৎফুল্ল হওয়া কি উচিত হয়েছিল?
উচিত হয়েছিল কি তাদের সম্পদ লুণ্ঠন করা?
14প্রাণের দায়ে যারা পালাচ্ছিল,
পথের মোড়ে দাঁড়িয়ে তাদের ধরে
শত্রুদের হাতে তুলে দেওয়া কি তোমার
উচিত হয়েছিল?
পরমেশ্বরের বিচার
15সেইদিন আগতপ্রায়, যেদিন আমি
সর্বজাতির বিচার করব।
তোমরা যেমন করেছ, তেমনিই করা হবে তোমাদের প্রতি।
তোমাদের কর্মফল তোমাদের মাথাতেই বর্তাবে।
16আমার পবিত্র শৈলে#1:16 সিয়োন পর্বতআমার প্রজারা#1:16 আমার প্রজা: ইহুদী জাতি
যেভাবে ক্রোধের তীব্র হলাহল পান করেছে সেইভাবেই#1:16 জেরুশালেমের পতন তার
চারিদিকের সমস্ত জাতি তার চেয়েও বহুগুণ তীব্র হলাহল পান করবে,
নিঃশেষে পান করবে, তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে।
ইসরায়েলের গৌরবময় উত্থান
17কিন্তু যারা উদ্ধার পাবে
সিয়োন পর্বত হবে তাদের আশ্রয়তা হবে
পবিত্রভূমি, যাকোবকুল#1:17 যাকোবকুল যিহুদা ফিরে পাবে
তাদের স্বত্বাধিকার।
18যাকোবকুল তখন হবে বহ্নিস্বরূপ,
যোষেফকুল#1:18 যোষেফের কুল–ইসরায়েল হবে অগ্নিশিখা
এষৌর#1:18 এষৌর কুল–ইদোম কুলকে গ্রাস করবে তারা শুষ্ক তৃণের মত,
তাদের কেউই আর থাকবে না অবশিষ্ট।
19দক্ষিণ যিহুদীয়ার#1:19 দক্ষিণ যিহুদা–নেগেব লোক দখল করবে ইদোম,
পশ্চিম পাহাড়তলীর#1:19 পশ্চিম পাহাড়তলী–শেফেলা ইহুদীরা অধিকার করবে ফিলিস্তিনীদের দেশ,
উত্তরের ইসরায়েলীরা দখল করবে
ইফ্রয়িম ও শমরিয়া, বিন্যামীন অধিকার করবে গিলিয়দ।
20নির্বাসিত ইসরায়েলীদের সেনাবাহিনী
কনান দেশের সারিফত পর্যন্ত অধিকার করবে,
জেরুশালেমের নির্বাসিত যারা সার্দিসে#1:20 সার্দিস–সফারেদ আছে
তারা অধিকার করবে দক্ষিণ
যিহুদীয়ার সমস্ত জনপদ।
21জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে
তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in