যোনা ভূমিকা
ভূমিকা
বাইবেলের অন্যান্য ভাববাণীমূলক পুস্তকগুলির চেয়ে প্রবক্তা নবী যোনা সম্পর্কিত পুস্তকটি একেবারে ভিন্ন। পুস্তকটি আখ্যানমূলক। যোনা ঈশ্বরের আদেশ অমান্য করে তাঁর অবাধ্য হয়ে তাঁর হাত এড়িয়ে পালাবার চেষ্টায় যে অভিযানে বেরিয়েছিলেন এবং যে রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেছিলেন, পুস্তকখানিতে সেই কাহিনী বর্ণিত হয়েছে। ঈশ্বর তাঁকে ইসরায়েলের চরম শত্রু আসিরিয়া সাম্রাজ্যের রাজধানী নীনবীতে যেতে বলেছিলেন। যোনা কিন্তু ঈশ্বরের বার্তা নিয়ে সেখানে যেতে চাননি। কারণ তিনি নিশ্চিতভাবে জানতেন যে ঈশ্বর তাদের শহর ধ্বংস করার যে হুমকি দিচ্ছেন তা তিনি আদৌ কার্যকর করবেন না। পরপর কতকগুলি নাটকীয় ঘটনার পর যোনা অনিচ্ছা সত্ত্বেও তাঁর আদেশ পালন করলেন এবং পরিশেষে, যখন তিনি দেখলেন যে, চরম প্রলয়ের বার্তা কার্যে পরিণত হল না, তখন তিনি খুব বিরক্ত হলেন। নিজের সৃষ্টির উপরে ঈশ্বরের পূর্ণ সার্বভৌম ক্ষমতার কথাই পুস্তকটিতে ব্যক্ত হয়েছে। কিন্তু সর্বোপরি ঈশ্বরকে এখানে প্রেমিক ও করুণাময় ঈশ্বররূপে চিত্রিত করা হয়েছে। এই ঈশ্বর তাঁর প্রজার শত্রুদেরও শাস্তি দিয়ে ধ্বংস করার চেয়ে ক্ষমা দিয়ে রক্ষা করতে উন্মুখ।
বিষয়বস্তুর রূপরেখা
যোনার আহ্বান ও অবাধ্যতা 1:1-17
যোনার অনুতাপ ও উদ্ধারলাভ 2:1-10
নীনবীর বিরুদ্ধে যোনার বার্তা 3:1-10
নীনবীর প্রতি ঈশ্বরের করুণা 4:1-11
Currently Selected:
যোনা ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
যোনা ভূমিকা
ভূমিকা
বাইবেলের অন্যান্য ভাববাণীমূলক পুস্তকগুলির চেয়ে প্রবক্তা নবী যোনা সম্পর্কিত পুস্তকটি একেবারে ভিন্ন। পুস্তকটি আখ্যানমূলক। যোনা ঈশ্বরের আদেশ অমান্য করে তাঁর অবাধ্য হয়ে তাঁর হাত এড়িয়ে পালাবার চেষ্টায় যে অভিযানে বেরিয়েছিলেন এবং যে রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেছিলেন, পুস্তকখানিতে সেই কাহিনী বর্ণিত হয়েছে। ঈশ্বর তাঁকে ইসরায়েলের চরম শত্রু আসিরিয়া সাম্রাজ্যের রাজধানী নীনবীতে যেতে বলেছিলেন। যোনা কিন্তু ঈশ্বরের বার্তা নিয়ে সেখানে যেতে চাননি। কারণ তিনি নিশ্চিতভাবে জানতেন যে ঈশ্বর তাদের শহর ধ্বংস করার যে হুমকি দিচ্ছেন তা তিনি আদৌ কার্যকর করবেন না। পরপর কতকগুলি নাটকীয় ঘটনার পর যোনা অনিচ্ছা সত্ত্বেও তাঁর আদেশ পালন করলেন এবং পরিশেষে, যখন তিনি দেখলেন যে, চরম প্রলয়ের বার্তা কার্যে পরিণত হল না, তখন তিনি খুব বিরক্ত হলেন। নিজের সৃষ্টির উপরে ঈশ্বরের পূর্ণ সার্বভৌম ক্ষমতার কথাই পুস্তকটিতে ব্যক্ত হয়েছে। কিন্তু সর্বোপরি ঈশ্বরকে এখানে প্রেমিক ও করুণাময় ঈশ্বররূপে চিত্রিত করা হয়েছে। এই ঈশ্বর তাঁর প্রজার শত্রুদেরও শাস্তি দিয়ে ধ্বংস করার চেয়ে ক্ষমা দিয়ে রক্ষা করতে উন্মুখ।
বিষয়বস্তুর রূপরেখা
যোনার আহ্বান ও অবাধ্যতা 1:1-17
যোনার অনুতাপ ও উদ্ধারলাভ 2:1-10
নীনবীর বিরুদ্ধে যোনার বার্তা 3:1-10
নীনবীর প্রতি ঈশ্বরের করুণা 4:1-11
Currently Selected:
:
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.