YouVersion Logo
Search Icon

নহুম 3

3
নীনবীর পরিণতি
1ধিক্‌ এই রক্তপিপাসু নগরী!
অলীকতা ও দৌরাত্ম্যে পরিপূর্ণ, উপদ্রবের শেষ নেই এখানে।
2কশাঘাতের শব্দ,
রথচক্রের ঘর্ঘর,
অশ্বখুরের ধ্বনি,
ধাবমান রথ,
3অশ্বারোহীর রণহুঙ্কার,
তরবারির ঝলসানি বর্শার শাণিত ঝলক,
সারি সারি নিহত মানুষ,
মৃতদেহের স্তূপ, সংখ্যাতীত শব,
লোকেরা উছোট খেয়ে পড়ছে মৃতদেহের উপর!
4এ সবই সেই সুন্দরী মায়াবিনী বারাঙ্গনার উদ্দাম বৃত্তির পরিণাম,
যে তার কুহকিনী বৃত্তি দিয়ে
প্রতারিত করেছে বহু জাতি ও জনসাধারণকে।
5সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ
দেখ, আমি তোমার প্রতি বিরূপ,
আমি তোমার আবরণ খসিয়ে দেব,
সর্বজাতির সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।
6চরম তাচ্ছিল্যে তোমায় জর্জরিত করব,
কলঙ্ক লেপন করব তোমার মুখে,
সবার সামনে তুমি হবে মূর্তিমতী বিভীষিকা।
7তোমায় দেখে লোকে ছিটকে যাবে,
বলবে, নীনবী শেষ হয়ে গেছে
ওর জন্য আর করার কিছু নেই,
কে ওকে সান্ত্বনা দিতে যাবে?
8হে নীনবী! মিশরের রাজধানী থিবিসের#3:8 বর্তমান লুকস্‌র। নীলনদীর তীরে অবস্থিত। প্রাচীন নাম: নো-আমোন অর্থাৎ আমোন দেবতার দ্বারা সুরক্ষিত নগরী। চেয়েও কি তুমি শ্রেষ্ঠ? তাকেও রক্ষা করার জন্য ছিল একটি নদী, নীলনদী প্রাচীর হয়ে তাকে ঘিরে রেখেছিল। 9সুদান ও মিশর ছিল তার সাসনাধীন। সীমাহীন তার ক্ষমতা, লিবিয়া ছিল তার মিত্রশক্তি 10কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।
11নীনবী! বিহ্ববলতা তোমায় গ্রাস করবে, বিমূঢ় হয়ে পড়বে তুমি,শত্রুর কবল থেকে রক্ষা পেতে তুমিও খুঁজবে আশ্রয়। 12তোমার দুর্গগুলি যেন পাকা ফলে ভরা গাছ,সৈনিকেরা যেন পাকা ফলনাড়া দিলেই ঝরে পড়বে ক্ষুধার্তের হাতে। 13বীর্যহীন তোমার সৈন্যবাহিনী দেশ তোমার অরক্ষিত, শত্রুর প্রবেশ দ্বার উন্মুক্ত। 14অবরোধকালীন পরিস্থিতির জন্য জল সঞ্চয় করে রাখ, দৃঢ় কর দুর্গগুলিকে, ইঁটের ভাটিতে গিয়ে কাদামাটি দিয়ে ইঁটের পাঁজা তৈরী কর। পঙ্গপালের মত নিজেদের বংশবৃদ্ধি কর। 15তবে তুমি যা-ই কর না কেন, তরবারির মুখে তুমি শেষ হয়ে যাবে, অগ্নি তোমাকে গ্রাস করবে নিঃশেষে পঙ্গপাল যেমন শেষ করে দেয় সবুজের সব চিহ্ন। 16তারার মত অগণিত যে বণিক দল জাঁকিয়ে বসেছে তোমার দেশে, সমস্ত শোষণ করে পঙ্গপালের মত এই দুর্দিনে দেখ তারা উড়ে যাচ্ছে। 17তোমাদের প্রহরীরা অপদার্থ ফড়িং এর মত আর সরকারী কর্মচারীর দল সব সুবিধাবাদী। পঙ্গপালের মত শীতের দিনে প্রাচীরের গায়ে আশ্রয় নেয়, রোদ উঠলে কে কোথায় চলে যায়।
18হে আসিরীয়পতি! তোমার রাজ্যপালেরা মারা গেছে, তোমার আমলারা চিরনিদ্রায় আচ্ছন্ন, তোমার প্রজারা পাহাড়ে পর্বতে ছড়িয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনার কেউ নেই। 19তোমার এ আঘাত সারবার নয় এই ক্ষতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। তোমার এই পতনের কথা যারা শুনবে, তারা হাততালি দেবে, কারণ এমন কেউ নেই যে তোমার অশেষ অত্যাচারে উৎপীড়িত হয়নি!

Currently Selected:

নহুম 3: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in